COVID-19 সঙ্কটে দেশে অক্সিজেনের হাহাকার! শান্তির বার্তা দিল SC East Bengal
কোভিড বিধ্বস্ত ভারতে অক্সিজেনের আকাল। নিঃশ্বাসের জন্য় হাহাকার!
নিজস্ব প্রতিবেদন: কোভিড বিধ্বস্ত ভারতে অক্সিজেনের আকাল। নিঃশ্বাসের হাহাকার! এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের (East Bengal) বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট (Shree Cement) টুইট করে জানাল যে, করোনা যুদ্ধে তারা দেশের সঙ্গে আছে।
ভারতের প্রথম সারির সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে শ্রী সিমেন্ট। তাদের অক্সিজেন তৈরির কারখানা রয়েছে রাজস্থান, কর্নাটক, বিহার, ওড়িশা এবং ছত্তীসগঢ়ে। ইতিমধ্যেই শ্রী সিমেন্ট দেশ জুড়ে অক্সিজেন সরবরাহ করেছে। ভবিষ্যতেও করবে। এমনটাই জানাচ্ছে গত মরসুমে ইস্টবেঙ্গলে বিনিয়োগ করা এই সংস্থা।
আরও পড়ুন: IPL 2021: অস্থির সময়ে খেলার মাঠের এই মুহূর্তগুলোই চোখ জুড়িয়ে দেয়
ইস্টবেঙ্গলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হলো, "করোনা যুদ্ধে আমাদের এক সঙ্গে জিততে হবে। শ্রী সিমেন্ট কোনও ফাঁক রাখবে না অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে। আমাদের অক্সিজেন কারখানাগুলি পুরো দমে অক্সিজেন তৈরি হচ্ছে। এই মুহূর্তে অক্সিজেনের প্রয়োজন সবচেয়ে বেশি আমাদের।" গত বছরেও শ্রী সিমেন্ট কোভিড যুদ্ধে ভারতের পাশে ছিল। তারা রাজস্থানের পালি জেলার এক হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরি করে দিয়েছিল ।