নিজস্ব প্রতিবেদন: আগামী শনিবার চলতি লিগের (ISL 2022) ফিরতি ডার্বিতে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান (SC East Bengal vs ATK Mohun Bagan)। তার আগেই লাল-হলুদ মাঝমাঠের শক্তি বাড়িয়ে নিল। দলে এলেন ৩১ বছরের স্পেনের মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটা (Francisco José Sota)। স্লোভাকিয়ান মিডফিল্ডার আমির ডেরিসেভিচের (Amir Dervisevic) জায়গা স্বল্প দিনের চুক্তিতে এলেন সোটা। থাকবেন মরশুমের শেষ পর্যন্ত। সোটার আগে এসসি ইস্টবেঙ্গল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে (Marcelo Ribeiro dos Santos) সই করিয়েছিল। তিনি ড্যানিয়েল চিমার (Daniel Chima) পরিবর্তে দলে এসেছেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Africa Cup of Nations: ফুটবল মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ৮! আহত ৫০


এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে সোটা বলছেন, "আমি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি হয়েছি। ভারতের অত্যন্ত বড় ফুটবল ক্লাব এটি। আমি ক্লাবের ইতিহাস জানি। বিরাট ফ্যানবেস রয়েছে। আমার অভিজ্ঞতা ও ফুটবলের জ্ঞান দিয়ে সাহায্য করার চেষ্টা করব।" সোটা ওসাসুনার যুব দল থেকে উঠে এসছেন। স্পেনের একাধিক লোয়ার-ডিভিশন  ক্লাবে খেলেছেন। সোটার প্রশংসা করেছেন লাল-হলুদের হেড কোচ মারিও রিভেরা (Mario Rivera)। তিনি বলেন, "সোটা খুব ভাল ফুটবলার। স্পেনের বেশ কিছু ভাল দলে খেলার অভিজ্ঞতা আছে ওর। আমাদের দলের মাঝমাঠে বিকল্পের সংযোজন হল। ওকে খেলানোর জন্য মুখিয়ে আছি।" ডার্বির আগে এসসি ইস্টবেঙ্গল হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে মাঠে নেমেছিল। বার্থোলোমিউ ওগবেচের হ্যাটট্রিকে হায়দরাবাদ ৪-০ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেডকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)