লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনির এই কাজের ছবিও মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়
সেনাদের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ ট্রেনিংয়ে ব্যস্ত প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩১ জুলাই থেকে দক্ষিণ কাশ্মীরে ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ান(প্যারা)-এ শুরু হয়েছে ধোনির প্রশিক্ষণ। চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। সেখানে কাজের মাঝে অবসরে সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলেছেন এমএসডি। এবার সেনা উর্দিতে কাজে যাওয়ার আগে ধোনি যা করলেন সেই ছবি মুহূর্তে ভাইরাল হল।
ভিক্টর ফোর্সের হয়ে সপ্তাহ দুয়েকের এই প্রশিক্ষণে অন্যান্য সেনা জওয়ানদের মতোই ধোনিও পেট্রোলিং অর্থাত্ টহলদারি এবং পাহারা দেওয়ার কাজ করছেন। সেনাদের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি। অবসরে সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিয়োর পর এবার সেনা উর্দি পরা ধোনির একটি ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
ছবিটিতে দেখা যাচ্ছে ছবিতে দেখা গেল ডিউটিতে যাওয়ার আগে নিজের জুতো পালিশ করে নিচ্ছেন ধোনি। ক্রিকেটার ধোনি বরাবরই একটা কথা বলে থাকেন, "Stick to the basic"। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনিরও জীবনদর্শন একই রয়ে গিয়েছে।
আরও পড়ুন - কোহলিদের কোচ নির্বাচনের জন্য ছাড়পত্র পেল কপিলদের উপদেষ্টা কমিটি