নিজস্ব প্রতিবেদন : দেশের জার্সিতে তিনি ওপেন করতে নামলে দেশবাসী ঝড়ের প্রহর গুনতেন। বীরেন্দ্র শেহবাগ মানেই বোলারদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। টগবগিয়ে স্কোরবোর্ড ছোটাতে তাঁর জুড়ি মেলা ভার। সেই শেহবাগ কখনও কখনও আবার কবিও হয়ে ওঠেন। দেশের মানুষের কাছে এমন গর্বের মুহূর্ত। শেহবাগ এমন সময় লিখলেন কবিতা। ইসরোর জন্য তাঁর পেন থেকে বেরিয়ে এল গর্বের দুই লাইন। ভারতের মিশন চন্দ্রযান-২ প্রত্যাশামতো চাঁদের মাটিতে নামতে পারেনি। তবে মিশন ৯৫ শতাংশ সফল। দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষ ইসরোর প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন। বাদ গেল না ভারতীয় ক্রিকেটমহলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'ও প্রতারক' বলে ডাকল দর্শকরা, অদ্ভুত ভঙ্গিতে সাড়াও দিলেন ডেভিড ওয়ার্নার






ভারতীয় দলের আরেক ওপেনার গৌতম গম্ভীরও ইসরোর প্রচেষ্টাকে স্যালুট জানালেন। গম্ভীর লিখলেন, ''আমরা যদি নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা না নিই তা হলেই সেটা ব্যর্থতা। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। ইসরোর প্রচেষ্টাকে স্যালুট। কোটি কোটি ভারতীয়র কাছে এটা একটা স্বপ্ন হয়ে এসেছিল। ভাল কিছু হওয়া এখনও বাকি রয়েছে।'' শিখর ধাওয়ান, হরভজন সিং, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররাও ইসরোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। হরভজন সিং লিখেছেন, চেষ্টা যারা করে তাদের কখনও হারতে হয় না। ইসরোর বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। হিন্দুস্তান জিন্দাবাদ। শিখর ধাওয়ান টুইটে লিখলেন, টিম ইসরোর কঠোর পরিশ্রমের জন্য আমরা গর্বিত। ইসরো আমাদের আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেল। স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হবে।