নিজস্ব প্রতিবেদন :  ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর আবার কোনও খেতাব জিতলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। মা হওয়ার পর এই প্রথম খেতাব জিতে নিলেন সেরেনা। রবিবার অকল্যান্ড ওপেন জিতে নেন তিনি। ২০২০ সালের প্রথম খেতাব জয় তাঁর। কেরিয়ারের ৭৩ নম্বর WTA খেতাব জেতার পর পুরস্কারের অর্থ ৪৩ হাজার ডলার অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য দান করলেন সেরেনা উইলিয়ামস।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর চারটি গ্র্যান্ড স্ল্যাম সহ মোট পাঁচটি প্রতিযোগিতার ফাইনালে উঠলেও হারতে হয়েছিল ৩৮ বছর বয়সী সেরেনাকে। তবে রবিবার অকল্যান্ড ওপেনের ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে খুব সহজেই হারান। ৬-৩, ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন।



মেয়েকে কোলে নিয়ে ট্রফি হাতে সেরেনার ছবি ছিল অকল্যান্ড ওপেনের কোর্টে আকর্ষনের কেন্দ্রে। আসলে এটাই ছিল মা হওয়ার পর আবার সেরেনার ট্রফি জয়। অনেকদিন পর খেতাব জিতে তৃপ্ত সেরেনাও।


আরও পড়ুন - BCCI-এর ক্রিকেট উপদেষ্টা কমিটিতে গৌতম গম্ভীর-মদন লাল?