নিজস্ব প্রতিনিধি: জল্পনা সত্যি হলো। ইংল্যান্ড ছেড়ে স্পেনে চলে এলেন সের্জিও আগুয়েরো (Sergio Aguero)। লিওনেল মেসির (Lionel Messi) জাতীয় দলের সতীর্থ এবার তাঁর সঙ্গে ক্লাবেও খেলবেন। ২০২৩ পর্যন্ত আগুয়েরোর সঙ্গে চুক্তি করে ফেলল বার্সেলোনা (Barcelona)। ম্যান সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে কাতালান ক্লাবে সই করে ফেললেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বার্সা টুইট করে তাঁর আগমনী বার্তা জানিয়ে দিয়েছে সোমবার। আগুয়েরোর মেডিক্যাল পরীক্ষা হয়ে গিয়েছে। আগামিকাল তিনি সরকারি ভাবে বার্সার ফুটবলার হবেন। আগুয়েরোকে পাওয়ার জন্য বার্সাকে বাইআউট ক্লজ বাবদ ১০০ মিলিয় ইউরো। 





COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পাঁচ বছরের চুক্তিতে ATKMB তে দেশের এক নম্বর গোলকিপার Amrinder Singh


গত শনিবার রাতে আগুয়েরোর শেষ ম্যাচ খেলেছেন ম্যান সিটি-র হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ট্র্যাজিক বিদায়ের সাক্ষী থাকতে হয়েছে তাঁকে। পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছিলেন আগুয়েরো। কিন্তু তাঁর দল চেলসির কাছে ১-০ হেরেই লিগ খেতাব হাতছাড়া করে। আগুয়েরো লন্ডনের ক্লাবের রেকর্ড গোলস্কোরার ছিলেন ঠিকই। কিন্তু তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স ধাক্কা খেয়েছিল চোট-আঘাত ও করোনার কারণে। এখন দেখার মেসির সঙ্গে বার্সায় কী ফুল ফোটাতে পারেন আগুয়েরো!