Sergio Ramos Retirement: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ তারকা সের্জিও র্যামোস
রিয়াল মাদ্রিদের প্রাক্তন সেন্টারব্যাক এখন খেলেন পিএসজি-তে। ক্লাবে তাঁর সতীর্থ মেসি, নেইমার, এমবাপে সকলেই নিজেদের দেশের বিশ্বকাপ খেলেছিলেন। পিএসজি-তে প্রথম মরসুমে চোটের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মাঠের বাইরে কাটাতে হয়েছে। দ্বিতীয় মরসুমে অনবদ্য় খেলছেন। যদিও তাঁর আন্তর্জাতিক ফুটবল আর স্থায়ী হল না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সের্জিও র্যামোস (Sergio Ramos)। ২০০৫ সালে স্পেনের (Spain) হয়ে অভিষেক ঘটিয়েছিলেন এই তারকা ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে ১৮০টি ম্যাচ খেলা র্যামোস গোল করেছিলেন ২৩টি। গত কাতার বিশ্বকাপে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন। তবে তাঁর সেই স্পপ্ন পূরণ হয়নি। কারণ লড়াকু র্যামোসকে ছাড়াই দল গড়েছিলেন তৎকালীন হেড কোচ লুইস এনরিকে। বাদ যাওয়ার ক্ষোভ চেপে রাখতে পারেননি তিনি। তিনি বুঝে গিয়েছিলেন যে জাতীয় দলে তাঁর পক্ষে আর ফেরা সম্ভব নয়। আর তাই সরে দাঁড়ালেন।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে র্যামোস লিখেছেন, 'জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। কারণ সকালে আমাদের জাতীয় দলের কোচ ফোন করে বলেন যে, বয়সজনিত কারণে আমি আর এই দলে উপযুক্ত নই। যদিও আমি বয়সকে গ্রাহ্য করি না। কিন্তু কোচের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই। কারণ দেশ সবার আগে। তাই বিদায় জানালাম।'
স্পেনের ফুটবল ইতিহাসে র্যামোস হলেন একমাত্র ফুটবলার যিনি সর্বাধিক ১৮০টি ম্যাচ খেলেছিলেন। এহেন র্যামোস বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। লিখেছিলন,‘বিশ্বকাপ। সেরা স্বপ্নগুলির মধ্যে অন্যতম এটি। আরও এক বার খেলার সুযোগ পেলে স্বপ্ন পূরণ হত। সুযোগ পেলে এটি আমার পঞ্চম বিশ্বকাপ হত। দুর্ভাগ্য়বশত, আমাকে বাড়িতে বসেই বিশ্বকাপ দেখতে হবে।’
রিয়াল মাদ্রিদের প্রাক্তন সেন্টারব্যাক এখন খেলেন পিএসজি-তে। ক্লাবে তাঁর সতীর্থ মেসি, নেইমার, এমবাপে সকলেই নিজেদের দেশের বিশ্বকাপ খেলেছিলেন। পিএসজি-তে প্রথম মরসুমে চোটের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মাঠের বাইরে কাটাতে হয়েছে। দ্বিতীয় মরসুমে অনবদ্য় খেলছেন। যদিও তাঁর আন্তর্জাতিক ফুটবল আর স্থায়ী হল না।