রুদ্ধশ্বাস ম্যাচে জয় ভারতের, সিরিজ বিরাটদের
নিজস্ব প্রতিবেদন: প্রতিটা ওভার, প্রতিটা বল, প্রতিটা মুহূর্ত, টেনশন আর টেনশন। ম্যাচ কখনও ভারতের দিকে আবার কখনও নিউ জিল্যান্ডের দিকে। বাজিমাত করবে কে? শেষ হাসি কিন্তু হাসল ব্লু ব্রিগেডই। তিরুবন্তপুরমের ৮ ওভারের ম্যাচে চাহল, বুমরাহের অনবদ্য বোলিংয়ে ৬ রানে জিতল ভারত। আর গ্রিনফিল্ডের এই জয়েই কেন উইলিয়ামসনদের থেকে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের কাছে রাখল বিরাট ব্রিগেড। ওয়ানডে ম্যাচের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় পেল বিরাট-ধোনির ভারত।
আরও পড়ুন- গর্ভে আফ্রিদির সন্তান? সত্যিটা জানালেন আরশি নিজেই
এদিন বৃষ্টির কারণে ৮ ওভারের ম্যাচ হয় তিরবন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৭ রানই করতে পারেন বিরাটরা। জবাবে ব্যাট করতে নেমে ৫৬ রানেই শেষ হয় নিউ জিল্যান্ডের ইনিংস। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে তিরবন্তপুরমের গ্রিনফিল্ডকে চিরস্মরণীয় করেন হার্দিক, ধাওয়ান, রোহিতরা।
আরও পড়ুন- বৃষ্টিতে পিছল টস, তিরুবন্তপুরমে ফুটবলে মজে বিরাট ব্রিগেড