নিজস্ব প্রতিবেদন : এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে বিশ্বকাপের। ৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হওয়া বিশ্বকাপে রোমাঞ্চ চলছেই। এবারের বিশ্বকাপ হচ্ছে রাউন্ড রবিন লিগ নিয়মে। অর্থাত্, প্রতিটা দলকে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। টুর্নামেন্ট সাতদিন গড়ানোর পর প্রতিটা দলেরই শক্তি ও দুর্বলতা প্রকাশ্যে এসেছে। ফলে এবার বিশ্বকাপে যে কোনও দুর্বল দলও যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাট-বলের সঙ্গে সঙ্গে এবার বিশ্বকাপে ফিল্ডিং নিয়েও প্রতিটা দলের ক্রিকেটাররা বাড়তি সতর্ক। সে জন্য প্রায় প্রতি ম্যাচেই অসাধারণ কিছু ক্যাচ ও সেভ দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিশ্বকাপের দ্রুততম ডেলিভারি! উইকেট ভেঙে বল গিয়ে পড়ল বাউন্ডারির ওপারে




ক্যাচেস উইন ম্যাচেস। আধুনিক ক্রিকেটে প্রায় প্রতি দলের ক্রিকেটাররাই এই থিওরি মেনে মাঠে নামছেন। সে জন্য একাধিক ম্যাচে এবার বেশ কিছু অসাধারণ ক্যাচ দেখা গিয়েছে। তারই মধ্যে সাতটি সেরা ক্যাচ তুলে ধরেছে আইসিসি। তবে এই সাতটি অসাধারণ ক্যাচে ভারতের নাম নেই। তবে টুর্নামেন্ট-এর এখনও অনেকদিন বাকি। আগামিদিনে ভারতীয় কোনও ক্রিকেটার অসাধারণ কোনও ক্যাচ ধরতেই পারেন। এখনও পর্যন্ত ভারত একটি ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দল দাপট নিয়ে জিতেছে। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে কোহলির ভারত।