Shah Rukh Khan-এর দল এবার মাতাবে UAE T20 League!
আমিরশাহি ক্রিকেট বোর্ডের অনুমোদিত লিগে আবু ধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেল নাইট রাইডার্স। দলের নাম হয়েছে আবু ধাবি নাইট রাইডার্স (Abu Dhabi Knight Riders, ADKR)। লিগের ষষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ ঘটল এডিকেআর-এর।
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (Indian Premier League, IPL), ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (Caribbean Premier League, CPL T20) পর এবার শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলা (Juhi Chawla) ও জয় মেহতার (Jay Mehta) নাইট রাইডার্স গ্রুপ (Knight Riders Group) খেলবে ইউএই টি-২০ লিগ (UAE T20 League)। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আসন্ন টি-২০ লিগে দল কিনল শাহরুখের সংস্থা।
আমিরশাহি ক্রিকেট বোর্ডের অনুমোদিত লিগে আবু ধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেল নাইট রাইডার্স। দলের নাম হয়েছে আবু ধাবি নাইট রাইডার্স (Abu Dhabi Knight Riders, ADKR)। লিগের ষষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ ঘটল এডিকেআর-এর। বৃহস্পতিবার সন্ধ্যায় কেকেআর টুইট করে এই খবর জানিয়েছে। নতুন দল কেনার প্রসঙ্গে শাহরুখ বলেছেন, "বহু বছর ধরেই আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ ক্রিকেটের সম্ভাবনাও উজ্জ্বল। ইউএই টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমরা খুবই খুশি এবং উত্তেজিত। সন্দেহ নেই আমরা দারুণ সাফল্য পাব।"
বলিউড বাদশার এটি চতুর্থ টি-২০ ফ্র্যাঞ্চাইজি। আইপিএল, সিপিএলের পর শাহরুখের নাইট রাইডার্স গত এপ্রিলে মার্কিন মুলুকের মেজর লিগ ক্রিকেটেও (Major League Cricket T20 (MLC) বিনিয়োগ করেছে। লস অ্যাঞ্জেলেস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার পাশাপাশি শাহরুখের সংস্থা জানিয়েছে যে, দক্ষিণ ক্যারোলিনায় ১০ হাজার আসন বিশিষ্ট বিশ্বমানের স্টেডিয়ামও বানাবে তারা।
আরও পড়ুন: CSK vs MI: বিদ্যুৎ বিভ্রাটে Conway-Uthappa পেলেন না DRS! ৯৭ রানে শেষ চেন্নাই
আরও পড়ুন: East Bengal Club: বাংলা দলের ফুটবলারদের জন্য দরজা খোলা! বেনজির ঘোষণা করে জানিয়ে দিল ইস্টবেঙ্গল