নিজস্ব প্রতিবেদন :  রাশিয়া বিশ্বকাপের শুরুতে শাহিনের করা প্রায় সব ভবিষ্যদ্বাণী ভুল হয়েছিল। তবে নকআউট পর্ব থেকে ধীরে ধীরে ফর্মে ফিরছেন দুবাইয়ের 'জ্যোতিষি' উট। এবার মস্কোর মেগা ফাইনালের ভবিষ্যদ্বাণী করে ফেলল শাহিন।সম্ভাব্য বিশ্বকাপজয়ী হিসেবে শাহিনের ভবিষ্যদ্বাণী প্রথমবার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - 'ফুটবল বেশি, সুন্দরীদের কম'-নির্দেশ ফিফার!


রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হার, স্পেন হারবে রাশিয়ার কাছে, পর্তুগালকে হারাবে উরুগুয়ে, বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ বিদায় নেবে ব্রাজিল-এসব ভবিষ্যদ্বাণী করে আলোচনায় চলে আসে শাহিন। দু'টি সেমিফাইনালের সঠিক ভবিষ্যদ্বাণী করে আবার শিরোনামে চলে আসে সে। ফাইনালকে সামনে রেখে যথারীতি সেই আগের নিয়মে শাহিনের সামনে দুটি কাঠিতে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়।



বিশ্বকাপের ফাইনালে শাহিন বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। চলতি বিশ্বকাপের 'সরকারি জ্যোতিষী' বিড়াল একিলিস ভবিষ্যদ্বাণী ঠিক মতো করতে পারেনি। এখন ফাইনালে শাহিনের ভবিষ্যদ্বাণী মেলে কিনা সেটাই দেখার।