নিজস্ব প্রতিনিধি : হঠাত্ করেই প্রধানমন্ত্রীকে তিনি বার্তা দিয়ে বসলেন। তাও যেমন-তেমন বার্তা নয়। হঠাত্ করেই গোটা পাকিস্তানের আওয়ামের হয়ে তিনি বলে দিলেন, পাকিস্তানের কাশ্মীর চাই না। শাহিদ আফ্রিদির এমন বার্তা কিন্তু বিতর্কের জন্ম দিয়ে গেল। তবে কাশ্মীর নিয়ে আফ্রিদির এমন বার্তা এই প্রথম নয়। চলতি বছরের গোড়ার দিকেও আফ্রিদি কাশ্মীর নিয়ে মন্তব্য করেছিলেন। সেবারও তাঁর মন্তব্যের বিরুদ্ধে অনেকে গর্জে উঠেছিলেন। এবারও পাক প্রধানমন্ত্রীকে বার্তা দিলেও ঘুরিয়ে ভারতের জন্যও সমালোচনা রাখলেন আফ্রিদি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  আবেগঘন টুইট! টি-১০ লিগ থেকে সরে দাঁড়ালেন শোয়েব মালিক


এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ''পাকিস্তানের প্রশাসন কাশ্মীরের পরিস্থিতি সামলাতে পারবে না। পাক প্রশাসন তাদের চারটি প্রদেশই সামলাতে ব্যর্থ। তারা কী করে কাশ্মীরের অশান্ত পরিবেশ শান্ত রাখবে! পাকিস্তানের কখনও কাশ্মীর দাবি করা উচিত নয়। আমার মনে হয়, কাশ্মীর ভারতেরও থাকা উচিত নয়। কাশ্মীরকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা করা উচিত। ওখানে এত মানুষকে নির্বিচারে মারা হচ্ছে। মনুষ্যত্ব রক্ষা করা উচিত। যেভাবে কাশ্মীরে মানুষ মারা যাচ্ছে, মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতি দেখতে খুব কষ্ট হয়।''


আরও পড়ুন-  বোলিং করলেই রক্তবমি! ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার জন হেস্টিংস


ভারতীয় সরকারকেও ছেড়ে কথা বললেন না আফ্রিদি। বললেন, ''ভারত অধিকৃত কাশ্মীরেও তো প্রচণ্ড উদ্বেগজনক পরিস্থিতি চলছে। বহু নিরীহ মানুষকে রোজ গুলি খেয়ে মরতে হচ্ছে। তারা সবাই স্বাধীনতার কথা বলছে। আর এই নিয়ে কথা বললেই গুলি খেতে হচ্ছে। সব থেকে অবাক লাগে, এই ইস্যুতে রাষ্ট্র সংঘ বা অন্য কোনও আন্তর্জাতিক প্রশাসনিক সংস্থা কেন এই ইস্যুতে সোচ্চার হচ্ছে না। এভাবে রক্তের বন্যা বয়ে চলাটা কোথাও গিয়ে বন্ধ হওয়া উচিত।''