আফ্রিদি কণ্ঠে বাজপেয়ী স্বর
ওয়েব ডেস্ক: দুই দেশের শান্তির জন্য ঝোড়ো ব্যাটিং আফ্রিদির, ভারতের ৭১তম স্বাধীনতা দিবসে উষ্ণ শুভেচ্ছা পাঠালেন পাকিস্তান ক্রিকেটের নক্ষত্র শাহিদ আফ্রিদি। "ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা কখনই প্রতিবেশীকে বদলে নিতে পারি না। আসুন শান্তি, সহিষ্ণুতা এবং ভালবাসার জন্য একত্রে কাজ করি। জয়ী হোক মানবতা। কখনও এই আশা ছাড়ব না", এই শব্দগুলিই টুইটে লিখলেনন শাহিদ আফ্রিদি। একটা সময় ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীও এই কথাই বলেছিলেন। এবার সেই কথাই ইমরান খানের দলের তারকার মুখেও শোনা গেল।
উল্লেখ্য, এর আগেও ভারত এবং পাকিস্তানের সম্পর্কের উন্নতির জন্য বারেবারে আবেদন জানিয়েছেন পাকিস্তানের এই তারকা খেলোয়াড়। ক্রিকেটের মাধ্যমেই দুই দেশের মধ্যে বন্ধুতার সম্পর্ককে আরও দৃঢ় করা যাবে, এই বার্তাও বারেবারে উঠে এসছে আফ্রিদির মুখে। যার জন্য ভারত-পাক দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আলোচনার পথকে আরও প্রশস্থ করতেও আর্জি করেন তিনি। যদিও ভারতীয় বোর্ড এতে খুব একটা আগ্রহ দেখায়নি। আগামী দিনে পাকিস্তানে সফর করতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই ক্রিকেট সিরিজের পর সামগ্রিক পরিস্থিতির একটা বদল হবে বলেই, আশাবাদী পাক ক্রিকেট মহল। এসবের মধ্যেই ভারতের স্বাধীনতা দিবসে আফ্রিদির এই টুইট বন্ধুতার বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মত বিশ্লেষকদের একাংশের।