নিজস্ব প্রতিবেদন- ভারতবিরোধী স্লোগান দিতে তিনি ভালবাসেন। যে কোনও মঞ্চ থেকেই ভারতের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর সেসব কয়েকদিন বন্ধ ছিল। কিন্তু এখন তিনি কিছুটা সুস্থ। তাই আবার স্বমহিমায় ফিরেছেন। পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি এবার বললেন, ''আমি সব সময় ভারতের বিরুদ্ধে খেলতে পছন্দ করতাম। ভারত আর অস্ট্রেলিয়া, দুটি দলকেই ওদের কন্ডিশনে হারানো কঠিন। তবে আমরা ভারতকে এতবার, এত ভাবে হারিয়েছি যে শেষের দিকে ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে চাপ নিয়ে খেলতে হত। কিন্তু ওই চাপ নিতে আমাদের ভাল লাগত। এই দুটো দলকে হারানোর মজাই আলাদা ছিল।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ভারতবিরোধী স্লোগান দিয়েছিলেন আফ্রিদি। সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। খোলা মঞ্চ থেকে ভাষণ দিয়েছিলেন। মুখে মাস্ক ছিল না আফ্রিদির। এমনকী তাঁকে ঘিরে থাকা লোকজনের মুখেও মাস্ক ছিল না। এর পরই করোনায় আক্রান্ত হন আফ্রিদি। নিজেই জানিয়েছিলেন অসুস্থতার কথা। কয়েকদিন পর গুজব রটে, আফ্রিদি নাকি করোনার সঙ্গে যুদ্ধে পেরে উঠছেন না। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। এর পর আবার তিনি টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান। সঙ্গে এটাও জানান, তিনি এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন। তাই কেউ যেন গুজবে কান না দেন! আর সুস্থ হয়েই আবার বেয়াদপি শুরু করে দিলেন আফ্রিদি।


আরও পড়ুন-  বিশ্বকাপ বিক্রি! ফাইনাল ম্যাচ ফিক্সিং- এর অভিযোগে এবার মুখ খুলল আইসিসি


পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, ১৯৯৯ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে করা ১৪১ রানের ইনিংস তিনি কখনও ভুলতে পারবেন না। আফ্রিদি একটি ইউ টিউব শো-তে অতিথি হিসাবে ছিলেন। সেখানে তিনি বলেছেন, ''ওটাই আমার কেরিয়ারের স্মরণীয় ইনিংস। আমার তো ভারতে ওই ম্যাচ খেলতে যাওয়ারই কথা ছিল না। ওয়াসিম আক্রম ভাই নির্বাচকদজের সঙ্গে লড়াই করে আমাকে দলে নেন। প্রথমে তো আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে এটা ভেবে ভাল লাগে যে আমি ওয়াসিম ভাইয়ের মুখরক্ষা করতে পেরেছিলাম।''