নিজস্ব প্রতিবেদন: পড়শি দুই দেশের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। তবে তাতে বিরাট কোহলির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়েনি বলে দাবি করলেন শাহিদ আফ্রিদি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীমান্তে প্রতিদিনই ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি ছুড়ছে পাকিস্তান। নিজেদের মাটিতে ভারতবিরোধী সন্ত্রাসেও মদত দিচ্ছে ইসলামাবাদ। এনিয়ে দুদেশের মধ্যে টানাপোড়েন। এনিয়ে অবশ্য ভাবিত নন প্রাক্তন পাক ক্রিকেটার। আফ্রিদির কথায়, ''রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে না আমার ও বিরাটের সম্পর্ক। বিরাট দারুণ মানুষ। ভারতীয় ক্রিকেটের মুখ। আমিও আমার দেশের প্রতিনিধিত্ব করি।''  


আরও পড়ুন- শততম ম্যাচে শতরান ধবনের, সেঞ্চুরি হাতছাড়া বিরাটের
   
আফ্রিদি আরও বলেন,''সবসময় আমাকে সম্মান দিয়েছে বিরাট কোহলি। এমনকি নিজের জার্সি সই করে আমার স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেছে।'' দু'দেশের সম্পর্কের উন্নতিতে ক্রিকেট বিশাল ভূমিকা নিতে পারে বলে মনে করেন আফ্রিদি। তাঁর কথায়,''পাকিস্তানের পর ভারত ও অস্ট্রেলিয়া থেকে আমি সম্মান পেয়েছি।''