Fact Check | Shakib Al Hasan: কলার টেনে হিঁচড়ে ফেলা হল সাকিবকে! বিশ্বকাপের পরেই কি সমর্থকদের হেনস্থা?
Shakib Al Hasan did not get manhandled by Bangladesh fans after CWC 2023 exit: কলার টেনে হিঁচড়ে ফেলা হল সাকিব আল হাসানকে। একদল বাংলাদেশি সমর্থকের চরম হেনস্থার শিকার হলেন পদ্মাপাড়ের নায়ক! এখন প্রশ্ন বিশ্বকাপের পরেই কি ঠিক সাকিবের সঙ্গে এই ঘটনা ঘটল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সদ্য় সমাপ্ত বিশ্বকাপে (ICC Cricket World Cup 2023) বাংলাদেশের (Bangladesh) ভরাডুবি। অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) দেশে ফিরেই চরম হেনস্থার শিকার হলেন, এক দল বাংলাদেশি সমর্থক সাকিবকে হাতের নাগালে পেয়ে তাঁদের ক্ষোভ উগরে দিলেন। কলার টেনে হিঁচড়ে মাটিতে ফেলা হল সাকিবকে! কেউ কেউ আবার পিছন থেকেও চোরাগোপ্তা চালালেন। বিগত কয়েক ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি ভিডিয়ো দেদার ভাইরাল হয়েছে। বলা ভালো হচ্ছেও... ভংয়কর ঘটনার ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ঘটনাটি একেবারেই সত্যি। তবে সময়ের বিচারে এটি 'ফেক ভিডিয়োর' ক্য়াটেগরিতেই পড়ছে। ফ্য়াক্ট চেক করলেই চলে আসবে তথ্য়।
বাংলাদেশে ফেরার পর সাকিবের সঙ্গে এরকম কোনও ঘটনাই ঘটেনি। তবে এই ঘটনা চলতি বছরের মার্চ মাসের। দুবাইয়ে এক ইভেন্টে যোগ দেওয়ার সময়ে সাকিবের উপর চড়াও হয়েছিলেন একদল সমর্থক। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রবিউল ইসলাম রবি গত ১৬ মার্চ নিজের ফেসবুকে এই ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন, 'এটা আমি কি দেখলাম। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে কিভাবে ট্রিট করা হচ্ছে! হায়রে টাকা..........'! সেই ভিডিয়োটিকেই সাম্প্রতিক ভিডিয়ো বলে চালানো হচ্ছে। পুরনো ভিডিয়োর সঙ্গে সাম্প্রতিক ঘটনাকে লিংক করে দেওয়ার প্রবণতা সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু নয়। এবারও ঘটল তেমনটাই। ১০ দলীয় বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশ আটে শেষ করেছিল। নয় ম্য়াচের মধ্য়ে সাতটি হার ও দু'টি ড্রয়ে তাদের ভারত ছাড়তে হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ফের একবার বুক ভেঙেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)