এগারো বাঙালির ঐতিহাসিক কীর্তি, প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল বাংলাদেশ
ঢাকা: মীরপুরের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইতিহাস গড়ল এগারো বাঙালি। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর, মুস্তাফিজুর, মেহেদি হাসানদের বঙ্গ ব্রিগেড ২০ রানে হারাল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের অস্ট্রেলিয়াকে। দুই ইনিংসেই ৫টি করে উইকেট তুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্টে জয়ের নায়ক হলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই জয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল বেঙ্গল টাইগাররা। যার অর্থ, এই সিরিজে আর কোনওভাবেই হারের সম্মুখীন হতে হবে না বাংলাদেশ ক্রিকেট দলকে। পরের টেস্টে অস্ট্রেলিয়া জয় পেলেও সিরিজ 'ড্র' হবে। আর যদি পরের টেস্টটি 'ড্র' হয় তাহলে সিরিজ জিতবে এগারো বাঙালির একমাত্র ক্রিকেট দল। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে জয় পেলে বাংলাদেশের কাছে থাকছে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার হাতছানি।
বিগত সিরিজে ঘরের মাটিতে বেন স্টোক্স, কুক, মর্গ্যান, মইন আলিদের রুখে দিয়ে চমক দিয়েছিল বাংলাদেশ। সেবার ক্রিকেটের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়েছিলেন তরুণ তুর্কি মেহেদি হাসান। আর এবার সিরিজের প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে ক্রিকেট ইতিহাসে আরও একবার নিজের নাম খোদাই করলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ৮৪ রানের অনবদ্য ইনিংস আর গোটা ম্যাচে ১০ উইকেট নিজের পকেটে পুরে মীরপুর টেস্ট বাংলাদেশের ঘরে তুলে দিয়েছেন সাকিবই। এই ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিমও। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ বাঁচানোর মরণপণ লড়াই চালিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টেস্ট হারের 'কলঙ্ক' মাথায় নিতেই হল অজি অধিনায়ক স্টিভ স্মিথকে।
এক নজরে ম্যাচের স্কোরবোর্ড:
বাংলাদেশ- প্রথম ইনিংস ২৬০/১০
অস্ট্রেলিয়া- প্রথম ইনিংস ২১৭/১০
বাংলাদেশ- দ্বিতীয় ইনিংস ২২১/১০
অস্ট্রেলিয়া- দ্বিতীয় ইনিংস ২৪৪/১০
২০ রানে জয় বাংলাদেশের। ম্যান অব দ্য ম্যাচ নির্চাচিত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।