COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: দেশের জার্সিতে পাকিস্তানের সিরিজ খেলে এবার আইপিএলের সংসারে ঢুকে পড়ছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী বৃহস্পতিবার মুম্বইয় ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচ কেকেআর-এর প্রথম একাদশে ঢুকছেন সাকিব। আইপিএল আটে প্রথম দুটো ম্যাচে খেলার পর দেশের হয়ে খেলতে বাংলাদেশে ফিরে গিয়েছেলিনে সাকিব। এরপর তাঁর আইপিএল দলে অনেক উত্থানপতন হয়েছে। আর মাত্র দুটো পয়েন্ট পেলেই প্লে অফের টিকিট একেবারে পাকা হয়ে যাবে নাইটদের।


তবে দুটো ম্যাচে হারলে কিছুটা অনিশ্চিত হয়ে পড়বে প্লে অফর এমন অবস্থায় সাকিবের দলে ঢোকা বেশ তাত্‍পর্যের। কারণ চার স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলতে নেমে দলে ভারসাম্যের কোথাও একটা অভাব হচ্ছে সেটা পরিষ্কার। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব দলে ফেরায় এবার গম্ভীরের দলে ভারসাম্য আসবে। সেক্ষেত্রে বোথার জায়গায় দলে আসবেন সাকিব। অন্য হিসাবে দেখলে কেকেআর-এ এখন স্পিনারের সংখ্যা দাঁড়াল সাত। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে কেকেআর এখন পয়েন্ট তালিকায় দু নম্বরে।