নিজস্ব প্রতিবেদন:  আমেরিকা থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফিরে নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। সাকিবের সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে অনুশীলন করতে আর কোনও বাধা থাকল না বাংলাদেশি অলরাউন্ডারের। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে, এবার বাইশ গজে ফেরার প্রস্তুতি শুরু করবেন সাকিব।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে তা গোপন করার অভিযোগে ৩৩ বছর বয়সী বাংলাদেশী অলরাউন্ডারকে দুই বছরের নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব এমনটাই মনে করছে বাংলাদেশের ক্রিকেটমহল।



আরও পড়ুন - আমিরশাহিতে এই ৬ দিনের কোয়ারেন্টিন যেন চার মাসের থেকেও কঠিন!