নিজস্ব প্রতিবেদন: 'আ ম্যান ইন ডিমান্ড'। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়ার (Neeraj Chopra) জন্য এই শব্দবন্ধ প্রযোজ্য। সকলেরই চাহিদার পাত্র হয়ে উঠেছেন দেশের জ্যাভলিন মহাতারকা। এমনকী বিজ্ঞাপনের হাত ধরে ছোট পর্দায় মুখ দেখানো হয়ে গিয়েছে নীরজের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'কৌন বনেগা ক্রোড়পতি'তে আসার পর এবার নীরজ মাতালেন ডান্স রিয়ালিটি শো 'ডান্স প্লাস সিক্স' (Dance+ 6) । কোরিওগ্রাফার ও বিচারক শক্তি মোহনকে (Shakti Mohan) প্রেমের প্রস্তাব দিয়ে সঞ্চালক রাঘব জুয়ালের (Raghav Juyal) মন ভাঙলেন নীরজ।



আরও পড়ুন: Imran Khan: বিশ্বকাপের দল নিয়ে অসন্তুষ্ট স্বয়ং পাক প্রধামন্ত্রী! হতে পারে একাধিক পরিবর্তন


নীরজ প্রেমের প্রস্তাব দিতে গিয়ে বলেন যে, তাঁর জীবনে জ্যাভলিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি কিছু তিনি জানেন না। এমনকী তিনি রেঁধে শক্তিকে খাওয়াতেও পারবেন না। এমনকী অনেকটা সময়ও দিতে পারবেন না। এসব শুনে শক্তি জানান যে, নীরজকে ভালবাসলে তাঁর জীবনেও জ্যাভলিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানেই শেষ নয়। নীরজ জনপ্রিয় নাচের গান 'ইশক তেরা তড়পায়ে'তে কোমরও দোলালেন। 


অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন। গত ৭ অগাস্ট নীরজ টোকিও থেকে সোনা জিতছিলেন। তারপর থেকে সংবর্ধনায় ভেসে যাচ্ছেন তিনি। সম্প্রতি শহর কলকাতাও সংবর্ধনা জানাল দেশের 'সোনার ছেলে'কে।


অন্যদিকে নীরজ তাঁর এনডোর্সমেন্ট ফি এক ধাক্কায় ১০০০ শতাংশ বাড়িয়ে নিলেন। টোকিওতে পা রাখার আগে নীরজ যদি বিজ্ঞাপনের জন্য বছরে ১৫-২৫ লক্ষ টাকা পেয়ে থাকতেন, তাহলে এখন থেকে তিনি তার ১০ গুন বেশি টাকা উপার্জন করছেন।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)