নিজস্ব প্রতিবেদন : শ্যেন ওয়ার্ন আর বিতর্ক যেন বেশিদিন দূরে তাকতে পারে না। এবার বাইশ গজের বাইরে ড্রাইভিংয়ে গতির বিধি নিষেধ ভাঙেন তারকা লেগ স্পিনার। গত দুই বছরে ষষ্ঠবার নিয়মভাঙার অপরাধে এক বছরের জন্য গাড়ি চালাতে পারবেন না কিংবদন্তি স্পিনার। নিষেধাজ্ঞা জারি হল শেন ওয়ার্নের ওপরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালত জানিয়েছে, শ্যেন ওয়ার্ন গত বছর লন্ডনে ঘণ্টায় ৬৪ কিলোমিটার গতিতে জাগুয়ার চালানোর সময় সর্বোচ্চ গতির সীমা লঙ্ঘন করেছিলেন৷ দুই বছরের মধ্যে যা ৬বার। ডেপুটি ডিস্ট্রিক্ট জর্জ আদ্রিয়ান টার্নার জানান, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে ২০১৮ সালের অগাস্ট পর্যন্ত মোট ৬ বার ড্রাইভিংয়ের সময় গাড়ির গতির সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যান ওয়ার্ন৷ ইতিমধ্যে ১৫ পয়েন্ট ওয়ার্নের অ্যাকাউন্টে যোগ হয়েছে৷ ফলে নির্বাসন দিতে একপ্রকার বাধ্য হয়েছে আদালত। এই নির্বাসনের ফলে আগামী এক বছর ইউরোপের কোনও দেশে ড্রাইভ করতে পারবেন না ওয়ার্ন।


আরও পড়ুন - বিরাটকে নকল করে ট্রোল হলেন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ