বিরাটকে নকল করে ট্রোল হলেন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ
এরপরেই হাসির খোরাক হয়ে উঠেছেন হাফিজ।
নিজস্ব প্রতিবেদন : সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ৩৮ বছর বয়সী পাক ক্রিকেটার মহম্মদ হাফিজের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দলে ডাক পাননি। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। সিপিএলে খেললেও সেভাবে ছাপ ফেলতে পারেননি পাক অলরাউন্ডার। এদিকে সেন্ট লুসিয়ায় হোটেল থেকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। টুইটারে সূর্যাস্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, "সুন্দর সেন্ট লুসিয়ায় সূর্যাস্তের দৃশ্য।''
Sunset view in Beautiful St Lucia pic.twitter.com/5zECepAoJd
— Mohammad Hafeez (@MHafeez22) September 21, 2019
আর তাতেই বেজায় চটেছেন অনেকেই। কারণ কয়েকদিন আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি সেন্ট লুসিয়ায় ঘুরতে গিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
— Virat Kohli (@imVkohli) September 11, 2019
সেই সেন্ট লুসিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাফিজও। তাই অনেকের ধারণা বিরাট কোহলিকে নকল করেই এমন ছবি পোস্ট করেছেন হাফিজ।
If you wanna copy Virat Kohli .. do it by your performance.. the act you are trying to copy is called "Shodapan". Nothing else dear !!
— Shahzad Khan Niazi (@Shaz36n) September 22, 2019
Poor virat kohli
— Kavi Abhishek Jaunpur (@kavi_jaunpur) September 23, 2019
Good professor, explore the world bus apki meherbani pls team ma wapsi met kerna
— wahab zaidi (@wahabzaidi1) September 22, 2019
কেউ বলেছেন, গরিব ,বিরাট। আবার কেউ বলছেন, বিরাটকে যদি নকল করতেই হয় তাহলে ওঁর মতো পারফরম্যান্স করে দেখাক।
আরও পড়ুন - ফিফার বর্ষসেরা একাদশে মেসি-রোনাল্ডো-ভ্যান ডিক, নেই নেমার