নিজস্ব প্রতিবেদন : যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব এই দুই রিস্ট স্পিনার গত কয়েকবছরে সাড়া ফেলে দিয়েছে। বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছেন এই ভারতীয় স্পিন জুটি। ইতিমধ্যেই এই দুই স্পিনার জুটিকে একসঙ্গে 'কুলচা'ও বলা হচ্ছে। 'কুলচা' জুটির মধ্যে কাকে খেলা কঠিন? ব্যাখ্যা দিলেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। তাঁর মতে, শ্যেন ওয়ার্নের মতো ড্রিফটের কারণেই যুজবেন্দ্র চাহলের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর কুলদীপ যাদব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ম্যাথু হেডেনের মতে, "লেগ স্পিনারদের কাছে অনেক বিকল্প এবং বৈচিত্র থাকে। যদি আপনারা কুলদীপকে দেখেন তাহলে দেখবেন বল কতটা পিচে পড়ে ঘুরল সেটা তার শক্তি নয়। বরং ওর শক্তি হল শ্যেন ওয়ার্নের মতো যে বল গুলো ব্যাটসম্যানদের দিকে আসে,যেটা হাওয়ায় অনেক বেশি বাঁক খায়।" হেডেন মনে করেন চাহলকে খেলা সম্ভব। হরভজন-কুম্বলে জুটি যখন তুঙ্গ ফর্মে ছিলেন তখন কিন্তু হেডেন বেশ সফল ছিলেন তাঁদের বিরুদ্ধে। তিনি বলেন, "চাহল অন্যধরণের বোলার।ও স্টাম্প-টু-স্টাম্প বোলিং করে। অনেক বেশি ফ্ল্যাটার আর স্ট্রেটার বল করে। ওর কাছে ড্রিফ্ট নেই। ক্রিকেটার হিসেবে আমি সবসময়ই চাইব চাহলের মোকাবিলা করতে কারণ ওর হাতে ড্রিফ্ট নেই "


আরও পড়ুন - IND vs AUS: ম্যাচ শেষে টার্নারের নামই ভুলে গেলেন 'গব্বর'! বললেন, 'ওই ছেলেটা'