Corona পজিটিভ প্রাক্তন অজি স্পিনার Shane warne, রয়েছেন হোম আইসোলেশনে
করোনা পজিটিভ London Spiri দলের একজন অফিসিয়ালও।
নিজস্ব প্রতিবেদন: করোনা পজিটিভ অজি তারকা স্পিন বোলার শেন ওয়ার্ন (shane warne)। বর্তমানে নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। The Hundred-এর লন্ডন স্পিরিট দলের হেড কোচ শেন ওয়ার্ন (shane warne)।
সূত্রের খবর, সেই দলের ম্যানেজমেন্টের এক সদস্য়ও করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে তিনিও আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই শারীরিক সমস্যা বোধ করেন প্রাক্তন অজি তারকা বোলার। এরপর চিকিৎসকরে পরামর্শ নেন তিনি। করোনা পরীক্ষা হলে, রিপোর্ট পজিটিভ আশে।
আরও পড়ুন: Tokyo 2020: এই সাঁতারুর পদকের সংখ্যা টোকিও অলিম্পিক্সের ১৮৬টি দেশের থেকেও বেশি!
আরও পড়ুন: Tokyo Olympics 2020: ৪১ বছর পর হকিতে অলিম্পিক্সের সেমিফাইনালে ভারত
ওই প্রতিযোগিতায় শেন ওয়ার্ন (shane warne) হলেন দ্বিতীয় হেড কোচ, যিনি করোনা পজিটভ হলেন। এর আগে ট্রেন্ড রকেটেস-এর হেড কোচ Andy Flower-এর করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ওয়ার্নারের লন্ডন স্পিরিট। যার মধ্যে দুটিতে হেরেছেন তাঁরা। একটি ম্যাচ ড্র হয়েছে।