নিজস্ব প্রতিবেদন :  মহেন্দ্র সিং ধোনির জন্য এবার নতুন বিশেষন ব্যবহার করলেন কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন। ভারতীয় দলে ধোনিকে অবশ্যই থাকতে হবে, তবেই তো বিরাটকে অসাধারণ অধিনায়ক বলা যাবে। কঠিন সময়ে দলে অভিজ্ঞ ক্রিকেটারের থাকাটাও সবসময়ই জরুরি বলে মনে করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ধোনির ভূয়সী প্রশংসা করে ওয়ার্ন বলেন, "যখন খুব কঠিন সময় আসে, তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ধোনির মতো ক্রিকেটারকে দলে দরকার। এমএস ধোনি খবর বড় খেলোয়াড় এবং দলে তাকে অবশ্যই রাখতে হবে আর যাঁরা ধোনির সমালোচনা করেন, তাদের ওকে নিয়ে কোনও ধারনাই নেই যে কি নিয়ে কথা বলছে!"


আরও পড়ুন - দলে ১১ জনই বিরাট কোহলি থাকতে পারে না : মুরলীথরন


সেই সঙ্গে একটা বিষয় স্পষ্ট করে দেন ওয়ার্ন। তাঁর মতে, বিরাটকে বিশ্বকাপ জিততে হলে ধোনিকে ভীষণ ভাবে প্রয়োজন। তিনি বলেন, "ভারতের দরকার ধোনির অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আর এটাই বিরাটের নেতৃত্বে ভারতকে বিশ্বকাপ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" বিশ্বকাপে ওয়ার্নের ফেভারিট কিন্তু ভারত আর ইংল্যান্ড।