নিজস্ব প্রতিবেদন: রবিবার কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে এবারের মত আইপিএল শেষ করেছে চেন্নাই সুপার কিংস। শুরু থেকে ধারাবাহিক না হলেও শেষ তিনটি ম্যাচে জিতেছে সিএসকে। লিগে নিজেদের শেষ ম্যাচ খেলার কয়েক ঘন্টার মধ্যেই চেন্নাই শিবির থেকে গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছেছে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার শেন ওয়াটসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পরেই অবসর নিয়ে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে নিজের মত জানিয়ে দেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। তিনি জানান সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেবেন বলে তিনি ঠিক করে ফেলেছেন। দলের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অজি ক্রিকেটারটি।


২০১৬ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন শেন ওয়াটসন। এর পর ২০১৮ সাল থেকে চেন্নাই দলে রয়েছেন ওয়াটসন। ২০২০ সালে সিএসকে-র জার্সিতে ওয়াটসনের অবশ্য খুব একটা ভালো সময় যায়নি। ১১ ম্যাচে করেছেন ২৯৯ রান। রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৮৩ নট আউট।


 


আরও পড়ুন - IPL 2020: হলুদ জার্সিতে এটাই কি শেষ ম্যাচ? দুটি শব্দে উত্তর দিলেন ধোনি