ব্যুরো: ফুটবলে রেফারির দিকে তেড়ে যাচ্ছেন ফুটবলার-রা বা ক্রিকেট মাঠে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন ক্রিকেটার-রা। এই সব ঘটনা আকছাড়ই ঘটে। তা বলে টেনিসেও। তাও আবার সপাটে বল মারা চেয়ার আম্পায়ারের মুখে। মাথা গরম করে এই কাণ্ডটাই করে বসেছেন কানাডার উদীয়মান খেলোয়াড় ডেনিস শাপোভ্যালোভ। শাস্তি হিসাবে তাঁকে ছিটকে যেতে হল ডেভিস কাপ থেকে। (মৌমাছির উপদ্রবে প্রায় ঘন্টাখানেক খেলা বন্ধ থাকল!)



নির্ণায়ক রাবারের ম্যাচ চলছিল কানাডার শাপোভ্যালোভ আর গ্রেট ব্রিটেনের এডমুন্ডের মধ্যে। প্রথম দু সেট হেরে বসে আছেন শাপোভ্যালোভ। তৃতীয় সেট এক-দুইয়ে পিছিয়ে থাকা অবস্থায় একটা পয়েন্ট হারান কানাডার তরুণ এই খেলোয়াড়। আর হতাশায় র‍্যাকেট দিয়ে হাতে থাকা বলটা সপাটে মারেন তিনি। যা সরাসরি গিয়ে লাগে চেয়ার আম্পায়ারের মুখে। সঙ্গে সঙ্গে চোখে হাত চাপা দিয়ে বসে পড়েন ফরাসি আম্পায়ার গাবাস। কানাডা টিমের এক সদস্য দ্রুত বরফ নিয়ে গিয়ে লাগান আম্পায়ারের মুখে। গোটা ঘটনায় হতভম্ব হয়ে পড়েন কানাডার উদীয়মান খেলোয়াড় শাপোভ্যালোভ। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন আম্পায়ারের দিকে। মুহুর্তের একটা ভুলে ডেভিস কাপ থেকে ছিটকে যেতে হয় তাঁকে।