নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। টি-টোয়েন্টি-সহ গোটা ওয়ান ডে সিরিজ থেকেই ছিটকে গেলেন স্পেশালিস্ট ডেথ বোলার যশপ্রীত বুমরাহ। তার পরিবর্ত হিসেবে বিরাট ব্রিগেডে সামিল করা হচ্ছে শর্দুল ঠাকুরকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বারবার ফেল বাংলাদেশ!


প্রসঙ্গত, ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাঁ হাতের তালুতে চোট পান বুমরাহ। গত বুধবার তাঁর অস্ত্রোপচারও হয়। এমন অবস্থায় পুরোপুরি সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে তাঁর। বিসিসিআই-এর তরফে জানানো হয়, অস্ত্রোপচারের পরই দেশে ফিরে আসবেন যশপ্রীত বুমরাহ। তার বদলে ইংল্যান্ড সিরিজের জন্য বিলেতে উড়ে যাচ্ছেন মুম্বইকর শর্দুল। 


আরও পড়ুন- কোহলির ড্রেসিংরুমে র‌্যাগিংয়ের 'শিকার' নবাগত দুই ক্রিকেটার
 
ওয়াকিফহাল মহলের একাংশ মনে করছে,  ২০১৮ মরসুমের আইপিএলে ভাল পারফরম্যান্সের জন্যই ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন এই স্পিডস্টার। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরেও দলে ছিলেন শর্দুল। প্রোটিয়দের বিরুদ্ধে তিন ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন এই পেস বোলার। ভারত সিরিজ জিতেছিল পাঁচ-এক-এ।