জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২১ সালের সেপ্টেম্বরে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) তাঁর ব্যক্তিগত জীবনে বিরাট ধাক্কা খেয়েছিলেন। টিম ইন্ডিয়ার তারকা ওপেনারের সঙ্গে আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukherjee) প্রায় এক দশকের (২০২১-২১) বৈবাহিক সম্পর্কে ইতি পড়ে। ধাওয়ানের প্রাক্তন বাঙালি স্ত্রী নিজেই সেই খবর জানিয়ে ছিলেন সোশ্যাল মিডিয়ায়। ২০১২ সালে শিখর ধাওয়ান ও আয়েশা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময়ে আয়েশা ছিলেন দুই সন্তানের মা। শিখরের সঙ্গে তাঁর সাত বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। ধাওয়ান এই প্রথম নিজের সেপারেশন নিয়ে এক স্পোর্টস ওয়েবসাইটে মুখ খুললেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধাওয়ান বলেন, 'আমি ব্যর্থ হয়েছি কারণ চূড়ান্ত সিদ্ধান্ত একজন ব্যক্তির ওপরেই নির্ভক করে। আমি কারোর দিকে আঙুল তুলছি না। আমি ব্যর্থ হয়েছি কারণ আমার সচেতনতা ছিল না এই বিয়ের ব্যাপারে। আজ আমি ক্রিকেট নিয়ে যা বলতে পারি, ২০ বছর আগে তা বলতে পারতাম না। সবটাই অভিজ্ঞতার ওপর। এই মুহূর্তে আমার ডিভোর্সের মামলা চলছে। কাল যদি আমি বিয়ে করতে চাই, তাহলে বিয়ের ব্যাপারে আরও অনেক বেশি জ্ঞানী হয়ে যাব। আমি জেনে যাব যে, কীরকম মেয়ে আমার প্রয়োজন। যার সঙ্গে আমি জীবন কাটাতে পারি। ২৬-২৭ বছর বয়সে আমি লাগাতার ক্রিকেট খেলেছি। কোনও সম্পর্কেই ছিলাম না। আমি হাসি মজায় থাকতাম, তবে কখনও সিরিয়াস সম্পর্কে ছিলাম না। ফলে আমি যখন আয়েশার প্রেমে পড়ি, তখন আমি সম্পর্কের লাল পতাকা দেখতে পাইনি। কিন্তু আজ যদি আমি প্রেমে পড়ি, তাহলে ওই অদেখা লাল পতাকা দেখতে পাব। যদি ওই পতাকাগুলি দেখতে পাই, তাহলে আমি সরে আসব, যদি না দেখতে পাই, তাহলে সম্পর্ক টেনে নিয়ে যাব।'


আরও পড়ুন: Rishabh Pant: টিম ইন্ডিয়ার মহারথীরা ছুটে এলেন, বুকে টেনে নিলেন ঋষভকে, চোখ ভেজানো ছবি ভাইরাল


সম্পর্কের সমীকরণ আজ অনেকটা বুঝে গিয়েছেন ধাওয়ান। তিনি তরুণদেরও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'ইয়ংস্টাররা যখন সম্পর্কে জড়ায়, তখন তারা সেটার অভিজ্ঞতা সঞ্চয় করুক। আবেগি হয়ে দ্রুততায় যেন বিয়ের সিদ্ধান্ত না নেয়। কয়েক বছয় একসঙ্গে কাটাক সেই মানুষটার সঙ্গে। দেখুক দু'জনের কালচার মেলে কিনা! বা একে-অপরের সম্পর্ক উপভোগ করছে কতটা!' সম্পর্কের সঙ্গে ক্রিকেটকেই মিলিয়েছেন ধাওয়ান। তাঁর সংযোজন, 'সম্পর্ক অনেকটা ম্যাচের মতো,কারোর চার-পাঁচটা, কারোর আট-ন'টা সম্পর্ক লাগে'! এর মধ্যে কোনও খারাপ নেই। মানুষ এভাবেই শেষে। যখন কেউ বিয়ে করে তখন তার কিছু অভিজ্ঞতা হয়।' বোঝাই যাচ্ছে যে, ধাওয়ান নিজের জীবন দেখেই, আজ সম্পর্কের ব্যাপারে অনেকটা অভিজ্ঞ। তিনি এখন অনেক অদেখা কিছুও দেখে ফেলেছেন। মেলবোর্নের প্রবাসী ভারতীয় বক্সার আয়েশার সঙ্গে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় স্ত্রীর আগের বিয়ের দুই কন্যা সন্তানের দায়িত্বও নিয়েছিলেন ধাওয়ান। ধাওয়ান এবং আয়েশার একমাত্র পুত্রের নাম- জোরোভর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)