জার্মানি থেকে ফিরলেন শিখর ধাওয়ান! গব্বরকে রাখা হল আলাদা ঘরে
জার্মানি থেকে ফেরার পর শিখরকে দিল্লি থেকে ৭০ কিমি দূরে একটি ঘরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : জার্মানি থেকে ফিরেছেন তিনি। তাই দিল্লিতে পৌঁছনোর আগে ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ানকে রাখা হল কোয়ারেন্টিনে। সারা দেশে এখন করোনাভাইরাসের আতঙ্ক। এরই মাঝে যে বা যাঁরা বিদেশ থেকে আসছেন তাঁদের আপাতত কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফে। তার পর বিদেশ থেকে আসা মানুষদের শারীরিক অবস্থার পরীক্ষা হচ্ছে। শরীরে করোনাভাইরাসের জীবাণু রয়েছে কি না তা খতিয়ে দেখতে দিন-রাত এক করে কাজ করছেন ডাক্তার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। শিখর ধাওয়ান এদিন করোনা রোধে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
জার্মানি থেকে ফেরার পর শিখরকে দিল্লি থেকে ৭০ কিমি দূরে একটি ঘরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সেখান থেকেই পেসবুক লাইভ করেন গব্বর। জানান, সরকারি কর্মীরা কীভাবে করোনা রোধে তত্পর হয়ে উঠেছেন! তাঁকে যে ঘরে রাখা হয়েছেন সেখান থেকে ভেতর ও বাইরের এলাকাও ভিডিয়োর মাধ্যমে দেখিয়েছেন শিখর। তিনি বলেছেন, ''সরকার ২৪ ঘণ্টা আমাদের তদারকি করছে। সবাইকে আলাদা রুম দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে জল, টাওয়েল, জল গরম করার পাত্র, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে। সুস্বাদু খাবার দেওয়া হয়েছে আমাদের। প্রয়োজনীয় সব কিছুই রয়েছে প্রতিটি ঘরে। পুরো বিল্ডিং স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। মোদিজি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ।''
আরও পড়ুন- কিং কোহলির আগ্রাসন উপভোগ করি, আমাদের এরকমই অধিনায়ক প্রয়োজন; বললেন মদন লাল
সংশ্লিষ্ট ডাক্তার থেকে শুরু করে পুলিস প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন শিখর। তিনি বলেছেন, ''এখানে আসার আগে আমি সত্যি ভয় পাচ্ছিলাম। তবে কেন্দ্রীয় সরকারের করোনা রোধের ব্যবস্থা দেখে আমি সন্তুষ্ট। এত সুন্দর ব্যবস্থা আমি জার্মানিতেও দেখিনি।''