শিখর পত্নী ও সন্তানদের বিমানে চড়তে বাধা, টুইটারে ক্ষোভ প্রকাশ ধাওয়ানের
বিমানকর্মীদের একজন তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ করেছে বলেও অভিযোগ শিখর ধাওয়ানের।
নিজস্ব প্রতিবেদন: সুপারস্টার জায়রার পর এবার বিমানে 'হেনস্থা'র শিকার ক্রিকেটার শিখর ধাওয়ান। অভিযোগের তির সংযুক্ত আরব আমিরশাহির বিমানসংস্থা এমিরেটস-এর দিকে। জন্মের প্রমাণ পত্র সঙ্গে না-থাকায় দক্ষিণ আফ্রিকাগামী এমিরেটস বিমানে সফর করতে দেওয়া হল না ধাওয়ান পত্নী আয়েশা এবং তাঁর সন্তানদের। উপায় না থাকায়, পরিবারকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রেখেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যেতে হয় তাঁকে।
এমিরেটস-এর এই দুর্ব্যবহারের পর টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিখর ধাওয়ান। ভারতের এই বাঁ হাতি তারকা ব্যাটসম্যানের অভিযোগ, "চূড়ান্ত অপেশাদার ব্যবহার করেছে এমিরেটস। আমি এবং আমার পরিবার দক্ষিণ আফ্রিকাগামী এমিরেটস বিমানের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় একজন বিমানকর্মী এসে আমার স্ত্রী এবং বাচ্চাদের জন্মের প্রমাণপত্র দেখতে চান। আমাদের কাছে সেই সময় নথিগুলি ছিল না।" এরপরের টুইটেই ধাওয়ান জানান, "আমার স্ত্রী এবং সন্তানরা এখন দুবাই বিমানবন্দরে নথিগুলির জন্য অপেক্ষা করছেন।" একই সঙ্গে তাঁর আরও অভিযোগ, জন্মের প্রমাণ পত্রের প্রয়োজন হলে মুম্বই থেকে দুবাই আসার সময় কেন সেটা জানানো হল না? বিমানকর্মীদের একজন তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ করেছে বলেও অভিযোগ শিখর ধাওয়ানের।