জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন। ৯৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তবে শতরান মাঠে ফেলে এলেও, টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবে এক অদ্ভুত নজির গড়ে ফেললেন 'গব্বর'। প্রবীনতম ভারত অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে অর্ধশতরান করার নজির গড়ে ফেললেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৬ বছর ২২৯ দিন বয়সে পোর্ট অফ স্পেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই অর্ধশতরান করলেন ধাওয়ান। ভেঙে দিলেন আর এক প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নজির। ১৯৯৯ সালে এই নজির গড়েছিলেন আজহার। তখন আজ্জুর বয়স ছিল ৩৬ বছর ১২০ দিন‌। এই তালিকায় ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাসকর। ১৯৮৫ সালে ৩৫ বছর ২২৫ দিনে অর্ধশতরান করেছিলেন সানি। ২০১৬ সালে ৩৫ বছর ১০৮ দিনে অর্ধ শতরান করে চতুর্থ স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ২০২২ সালে ৩৫ বছর ৭৩ দিনে অর্ধ শতরান করে পঞ্চম স্থানে রয়েছেন রোহিত শর্মা।


আরও পড়ুন: Wriddhiman Saha: মুখ্যমন্ত্রীর কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান পাচ্ছেন বাংলার 'ব্রাত্য' ঋদ্ধি


আরও পড়ুন: তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)