Shikhar Dhawan, WI vs IND ODI: বিশ্রামে বিরাট-রোহিত, নতুন অধিনায়ক `গব্বর`
আগামী ২২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২৭ জুলাই পর্যন্ত। সব ম্যাচ পোর্ট অব স্পেনে খেলা হবে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগামি ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের একদিনের সিরিজ খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এই দুই সিনিয়রকে বিশ্রাম দিল বিসিসিআই (BCCI)। আসন্ন সিরিজের অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) বেছে নেওয়া হল। সহ অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)।
ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে শেমরন হেটমায়ার-জেসন হোল্ডারদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। বুধবার সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
রোহিত ও বিরাটের সঙ্গে কে এল রাহুলও (KL Rahul) খেলবেন না। কারণ সদ্য তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও সেরে উঠতে সময় লাগবে। এমনকি হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবেন না।
আগামী ২২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২৭ জুলাই পর্যন্ত। সব ম্যাচ পোর্ট অব স্পেনে খেলা হবে।
১৬ সদস্যের ভারতীয় দল:
শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
আরও পড়ুন: Virat Kohli vs ECB: কোহলিকে ইসিবি-র 'বিরাট' অপমান, উত্তাল নেটপাড়া
আরও পড়ুন: Virat Kohli, ICC Test Rankings: এজবাস্টন বিপর্যয়ের জের, পিছিয়ে গেলেন 'কিং কোহলি', পাঁচে এলেন পন্থ
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)