ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে প্রথম তিনটি ম্যাচে নেই শিখর ধাওয়ান।  স্ত্রীর অসুস্থত। সেজন্য ছুটি চেয়েছিলেন ধাওয়ান। ছুটি মঞ্জুর করেছে বোর্ড। এর আগে মায়ের অসুস্থতার জন্য শ্রীলঙ্কা সফরের মাঝে দেশে ফিরেছিলেন ধাওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। বিসিসিআই-এর পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, স্ত্রীর অসুস্থতার জন্য ছুটি চেয়েছিলেন ধাওয়ান। তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে শিখরের পরিবর্তে নতুন কাউকে নেওয়া হচ্ছে না।


উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ধাওয়ান সরে ‌যাওয়ায় অজিঙ্ক রাহানের ওপেন করার একটা সু‌যোগ রয়েছে। কিন্তু ওপেনার হিসেবে আপাতত রোহিত শর্মা ও লোকেশ রাহুলের নামই শোনা ‌যাচ্ছে। 


ভারতীয় দল


বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, মণীশ পাণ্ডে, কেদার ‌যাদব, অজিঙ্ক রাহানে, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ ‌যাদব, ‌যুঝবেন্দ্র চাহাল, ‌যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ ‌যাদব, মহম্মদ সামি।


আরও পড়ুন-আত্মরক্ষার স্বার্থে গুলিও চালাতে পারি, পুলিশকে পাল্টা হুমকি রূপার