নিজস্ব প্রতিবেদন : একা থাকলে আমরা অনেকেই হয়তো অনেক সময় নিজের সঙ্গে কথা বলি। নানারকম কথা। আত্মবিশ্লেষণও করেন অনেকে। কেউ কেউ আবার নিজেই নিজের বন্ধু হয়ে ওঠেন। নিজের সঙ্গে কথা বলাটা অনেকের কাছে আবার অভ্যাসের মতো। তবে গব্বরের কাছে ব্যাপারটা কী তা বলা মুশকিল। তিনিও নাকি নিজের সঙ্গে কথা বলেন। শিখর ধাওয়ান একা থাকলে নিজের সঙ্গে কথা বলেন। আর এমন তথ্য প্রমাণসমেত তুলে দিলেন রোহিত শর্মা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  পারল না বাংলাদেশ, ভারতের কাছে হারল ৩৪ রানে



বিমানে একসঙ্গে সফর করছিলেন শিখর ও রোহিত। পাশাপাশি বসে ছিলেন দুজনে। শিখর ছিলেন উইন্ডো সিটে। হঠাত্ করেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করেন গব্বর। রোহিত ব্যাপারটা খেয়াল করেন। এমন মুহূর্ত মোবাইল বন্দি করে রাখলেন হিটম্যান। তার পর সেই ভিডিয়ো তুলে দিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে গব্বরকে বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। রোহিত সেই ভিডিয়ো পোস্ট করে লিখলেন, ''না না ও কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। এই বয়সেও ওর একজন কল্পনার বন্ধু রয়েছে। আর জাঠজি তাঁর সঙ্গেই কথা বলছে।''


আরও পড়ুন-  ট্রাকে চেপে যেতেন ম্যাচ খেলতে! পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন হার্দিক পান্ডিয়া



রোহিতের এমন ভিডিয়ো দেখে শিখর বললেন, ''আমি একটা কবিতা আওড়াচ্ছিলাম। সেই সময় জনাব আমার ভিডিয়ো তুলেছেন। কেউ আমাকে কত ভালবেসে মনে করছে! এটা ভেবেই ভাল লাগছে। এতটা মন দিয়ে যদি পড়াশোনা করতে কাজে দিত!''