Shoaib Akhtar | Rohit Sharma | KL Rahul: বিস্ফোরক শোয়েব! ভারতীয় ওপেনারদের একহাত নিলেন পাক মহারথী
রোহিত শর্মা ও কেএল রাহুলের ফর্ম রীতিমতো চিন্তার কারণ ভারতীয় দলের কাছে। পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার এবার একহাত নিলেন ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়ককে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ( IND vs PAK, ICC T20 World Cup 2022) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। আগামিকাল সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত (IND vs NED)। মেলবোর্ন থেকে সিডনিতে চলে এসেছেন রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma)। ভারতীয় দল ভালো খেললেও টিম ম্যানেজমেন্টকে ভাবাছে দলের দুই ওপেনার রোহিত ও কেএল রাহুলের ফর্ম (KL Rahul)। রোহিতের ফর্মই বিশ্বকাপে ভারতের একমাত্র চিন্তার কারণ। এমনটা বলেছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও (Sunil Gavaskar)। অন্যদিকে রোহিতের শৈশবের কোচ দীনেশ লাদও (Dinesh Lad) জানিয়েছেন যে, তিনি বুঝতেই পারছেন না যে, রোহিত ঠিক কী করতে চাইছেন! কেনই বা রোহিত অতিরিক্ত আগ্রাসী হয়ে উইকেট দিয়ে আসছেন! এবার রোহিত-রাহুলকে তোপ দাগলেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar)।
শোয়েব তাঁর ইউটিউব চ্যানেলে ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়ককে একহাত নিয়ে বলেছেন, 'ভারতীয় ওপেনারদের কথা বলতে চাই। দেখে মনে হচ্ছে কোথাও দমে গিয়েছে তারা। দেখে মনে হচ্ছে যেন ভীত। অধিনায়ক হিসাবে রোহিত শর্মার একটু শান্ত হওয়া উচিত। নিজের ব্যাটিং খারাপ করছে। আর কেএল রাহুল বেশি ফোকাস করে ফেঁসে যাচ্ছে। এটা না করলেই ভালো।' রোহিত-রাহুল ফর্মে থাকলে, তাঁরা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেই ধারণা ভারতীয় ফ্যানদের আছে। তাই রাহুল দ্রাবিড়ের থিঙ্কট্যাঙ্ক রোহিত-রাহুলেই ভরসা রাখছেন।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
অন্যদিকে সিডনিতে এসে ভারতকে একের পর হেনস্থা শিকার হতে হচ্ছে। প্রথমে অপর্যাপ্ত ও অপুষ্টিকর খাবার, তারপর ৪২ কিমি দূরে অনুশীলনের মাঠ। বিশ্বকাপের মতো আইসিসি-র শোপিস ইভেন্টে বিরাট-রোহিতরা ঠিক মতো খেতেই পেলেন না। তাঁদের জন্য বরাদ্দ ছিল ঠান্ডা স্যান্ডউইচ ও ফালাফেল (মধ্যপ্রাচ্যের ট্র্যাডিশনাল এক স্টার্টার, বিভিন্ন প্রকারের সবজি দিয়ে তৈরি একপ্রকারের ভাজা)। আইসিসি-র এহেন আচরণে তীব্র বিরোধিতা করেছে বিসিসিআই। এর পরেই বিসিসিআই জানতে পারে যে, ব্ল্যাক টাউনে ভারতীয় দলের জন্য বরাদ্দ হয়েছে অনুশীলনের মাঠ। যা সিডনির হোটেল থেকে ৫ বা ১০ কিলোমিটার নয়, একেবারে ৪২ কিমি দূরে। আগামিকাল খেলা ভারতের। ফলে প্লেয়াররা ম্যাচের আগের দিন এত দূরে গিয়ে প্রস্তুতি সারবে না বলেই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সিডনিতে বাকি সব দলকে অনুশীলনের সুযোগ দেওয়া হলেও ভারতকে দেওয়া হচ্ছে না। যা নিয়েও নাকি বেশ ভাল রকম ক্ষুব্ধ ভারতীয় টিম।