নিজস্ব প্রতিবেদন: ভারত-পাকিস্তান রাজনৈটিক সম্পর্ক উঁচু তারে বাঁধা। কিন্তু দুই দেশের এই সম্পর্কের চাপানোতোড় কোনও সমস্যা করেনি সানিয়া মির্জা-শোয়েব মালিকের বিয়েতে। ২০০৮ সালে সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে হয় হায়দরাবাদে। ভারতীয় টেনিস তারকার সঙ্গে পাক ক্রিকেটারের এই বিয়ে নিয়ে অবশ্য কম চর্চা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এতদিন পরে সানিয়াকে বিয়ের প্রসঙ্গে শোয়েব মালিক জানান, "সঙ্গী কোন জায়গার, দুই দেশের সঙ্গে সম্পর্ক কেমন- এই সব বিষয়গুলোর সঙ্গে বিয়ের কোনও সম্পর্ক নেই। আপনি যখন কোনও মানুষকে বিয়ে করেন কিংবা ভালোবাসেন, তখন সেটাই সবচেয়ে বড় হয়ে যায়।"



এদিকে পাঁচ মাস দেখা হয়নি বউ-বাচ্চার সঙ্গে! তবে বিশেষ অনুমতি পেলেন শোয়েব মালিক। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) খেলার জন্য শোয়েব মালিক ছিলেন পাকিস্তানে। কিন্তু ১৭ মার্চ থেকে পিসিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে সেই সময় সানিয়া মির্জা ছিলেন ভারতে। লকডাউনের জেরে তিনিও আর পাকিস্তানে ফিরতে পারেননি। আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকায় সানিয়া ও ছেলে ইজহানের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি শোয়েব মালিকের। কিন্তু পিসিবি এবার মানবিক হয়ে উঠল। কিন্তু মালিককে বিশেষ অনুমতি দেওয়ায় কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।


 


আরও পড়ুন - করোনা আক্রান্ত দুই টেনিস তারকা, কাঠগড়ায় জোকোভিচের প্রদর্শনী টুর্নামেন্ট!