করোনা আক্রান্ত দুই টেনিস তারকা, কাঠগড়ায় জোকোভিচের প্রদর্শনী টুর্নামেন্ট!
আন্তর্জাতিক টেনিস শুরু হওয়ার আগে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন জোকোভিচই। সর্তকতা অবলম্বন না করেই খেলা হয়েছিল বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের পর এবার করোনা আক্রান্ত হলেন আর এক টেনিস তারকা বোরনা কোরিচ। শনিবার দিমিত্রভের বিরুদ্ধে খেলেছিলেন তিনি।
বুলগেরিয়ান টেনিস তারকার রিপোর্ট পজিটিভ আসার পরই টেস্ট করান কোরিচও। দেখা যায় তিনিও করোনা আক্রান্ত। সোশ্যাল সাইটে কোরিচ লেখেন, তিনি মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে কোনও উপসর্গ নেই। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তারা যেন টেস্ট করে নেন।
— borna coric (@borna_coric) June 22, 2020
Well, that was not a match. Something wasn't quite alright with Dimitrov. He chose not to shake hands rather just fistpump the umpire. pic.twitter.com/FmHDVlHpAZ
— Del (@Stroppa_Del) June 20, 2020
দিমিত্রভের পর কোরিচ করোনা আক্রান্ত হওয়ায় কাঠগড়ায় সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস মহলের একাংশ তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেননা আন্তর্জাতিক টেনিস শুরু হওয়ার আগে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন জোকোভিচই। সর্তকতা অবলম্বন না করেই খেলা হয়েছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে তোপ দাগেন অজি টেনিস তারকা কিরগিওস।
Don't need the 20-20 hindsight of Grigor Dimitrov's positive COVID-19 test, to say that Novak Djokovic had -- at very best -- a reckless attitude to the pandemic at his tournament in Belgrade last week. pic.twitter.com/a6JklCfXm1
— Ali Walker (@AliWalker24) June 21, 2020
দিমিত্রভের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর রবিবার বন্ধ রাখা হয় জোকোভিচ বনাম রুবলভের ম্যাচ। জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ায় জোকোভিচের কোভিড টেস্টও করা হয়।
আরও পড়ুন - মৃত্যুর ভুয়ো খবর উড়িয়ে দিয়ে পাক পেসার জানালেন, ভালো আছেন