ওয়েব ডেস্ক: সম্পর্কের টানাপোড়েনের জল্পনাকে উড়িয়ে অবিচ্ছিন্ন জুটিতে বিয়ের সাত বছর অতিক্রম করলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক।সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়কে সানিয়াকে উত্সর্গও করলেন শোয়েব মালিক। টুইটে শুভেচ্ছা বার্তায় মিয়া বিবিকে বললেন তার জন্যই পেয়েছেন সাফল্য। বিবিও বিনিময়ে শুভেচ্ছা জানাতে ভুললেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রোনাল্ডোর ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের পথে রিয়েল মাদ্রিদ


টুইটে সানিয়াও বললেন দারুন কাজ, এই জন্য তিনিও গর্বিত। দুজনের এই ছোট্ট বার্তাই কিন্তু বুঝিয়ে দিল প্রেমটা এখনও অটুট। তাহলে সম্পর্কের ভাঙনের খবরটা? এটা কি শুধুই প্রচার ছিল? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে? 


আরও পড়ুন ২০২২ পর্যন্ত জুভেন্টাসেই 'নতুন মেসি'