নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসের সন্ধে বেলায় আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুলের এই অবসরের পরেই যেন সোশ্যাল মিডিয়াজুড়ে আবেগের সুনামি আছড়ে পড়েছে। মাহির এমন অবসরে হতবাক টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল। আর একবার ধোনির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে চান তিনি। যথাযোগ্য সম্মান দিয়ে ধোনিকে বড়সড় ফেয়ারওয়েল দেওয়া উচিত্ বলেই মনে করেন কেএল রাহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ESPNCricinfo-কে দেওয়া এক সাক্ষাত্কারে রাহুল বলেছেন, "ধোনির অবসরে আমি অবাক! সত্যিই হৃদয়বিদারক। আমি নিশ্চিত যারা আমরা ওর নেতৃত্বে খেলেছি বা ওর সঙ্গে খেলেছি তারা সবাই চাই যে ওকে একটা সম্মানজনক বিদায় জানানো উচিত্।আর একবার অন্তত ও মাঠে নামুক। তারপর ব্যাট-প্যাড তুলে রাখবে। আমাদের অন্তত একটা ফেয়ারওয়েল দেওয়ার সুযোগ দিক।"


 


সঙ্গে রাহুল আরও বলেন, " ও এমন একজন ছিল যে সত্যিই আমাদের সঠিকভাবে গাইড করেছে। এবং কখনই আমাদেরকে বদলাতেও বলেনি। বরং আমরা যেটা সেটাই করেছি, আমরা আমাদের মতো হয়তো ভুল করেছি আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছি। ধোনির মতো একজন লিডারের নেতৃত্বে খেলেছি এটাই আমার কাছে বিরাট পাওনা। "



আরও পড়ুন -  'ক্যাপ্টেন কুল' যখন টিম বাসের ড্রাইভার, গল্প শোনালেন লক্ষ্মণ