জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে, কলকাতা নাইট রাইডার্স তৃতীয় বারের জন্য় আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কেকেআরে ফিরতেই কামাল করেছেন। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসেবে কেকেআরকে ট্রফি জিতিয়ে ছিলেন তিনি। এবার তিনি টিম মেন্টর হিসেবে ট্রফি দিলেন। সেই ১০ বছর পর কলকাতায় ট্রফি এল, কেয়ার অফ গম্ভীর! বিগত ১৬ বছরে কেকেআরের আইপিএল জয়ী ক্য়াপ্টেন বলতে গম্ভীরের নামটাই ছিল। এবার সেই আসনে বসলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গম্ভীরের পর তিনিও কলকাতার আইপিএল জেতা ক্য়াপ্টেন। আর এহেন শ্রেয়সের জন্য়ই আইপিএল ফাইনালে ফিরলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। হ্য়াঁ ঠিকই পড়লেন। কিংবদন্তি ফুটবলার এলএমটেনের কথাই বলা হচ্ছে। যিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বসেরার খেতাব জিতিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Gautam Gambhir Meets Jay Shah: এক ফ্রেমে দুই প্রশ্ন, গৌতম গম্ভীর কার? KKR না BCCI!



এবার একটু ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফেরা যাক। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই লেখেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। ১৮ ডিসেম্বর, লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। ৩৬ বছর পর আর্জেন্টিনা ফের বিশ্বকাপ জেতে। আর পোডিয়ামে ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মাতার প্রাক মুহূর্তটিও কোনও আর্জেন্টাইন ফ্য়ান ভুলতে পারেননি। মেসি সবাইকে মঞ্চে ডেকে নেন, তারপর হাতে ট্রফি নিয়ে, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে এগিয়ে যান মারিয়া-দিবালাদের দিকে। শ্রেয়সও ঠিক মেসির স্টাইলেই ট্রফি নিয়ে সেলিব্রেট করলেন। এই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। 


আরও পড়ুন: IPL 2024 Final List of Awards: রিমাল-রাতে ধনবর্ষায় শ্রেয়সরা, কত টাকা ঢুকল পকেটে? দেখুন পুরস্কার জয়ীদের তালিকা


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)