নিজস্ব প্রতিবেদন : ১৯৯৯ সালে হায়দরাবাদে নিউ জিল্যান্ডের মিডিয়াম পেসার ক্রিস ড্রামের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন সচিন তেন্ডুলকর ও অজয় জাদেজা। সেই ম্যাচে ২ উইকেটে ৩৭৬ রান করেছিল ভারত। প্রায় ২০ বছর ধরে এক ওভারে  ভারতের সবচেয়ে বেশি রান করার রেকর্ড অক্ষত ছিল। কিন্তু বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়স আইয়ার-ঋষভ পন্থ। ক্যারিবীয় অফস্পিনার রস্টন চেজের করা ইনিংসের ৪৭তম ওভারে শ্রেয়স-পন্থ তুললেন ৩১ রান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কোহলিকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব, এবার চাহালকে নিয়ে মশকরা ড্যানিয়েলের


প্রথম বলে হল এক রান। দ্বিতীয় ডেলিভারি নো বল। ফ্রি-হিটে বড় রান হল না। হল সিঙ্গলস। কিন্তু এর পরের পাঁচ বলে আর রেহাই পেলেন না চেজ। শ্রেয়াস আইয়ার যেন ঝড় তুললেন। পাঁচ বলে পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। ৬, ৬, ৪, ৬ ও ৬। চেজ ওভার শেষ করলেন ৩১ রান দিয়ে। ওয়ানডে ইতিহাসে এক ওভারে ভারতের করা সর্বোচ্চ রানের রেকর্ড হল এদিন। প্রসঙ্গত, ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার জেমস ফকনারের ইশান্ত শর্মার এক ওভারে ৩০ রান তুলেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে এটাই ছিল এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।