নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের পাশাপাশি ম্যাজিকটাও ভালই জানেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার সদ্যসমাপ্ত ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজে ভারতীয় দলের সদস্য ছিলেন। কলকাতায় কিউয়িদের হোয়াইটওয়াশ করার পর আয়াররা ছিলেন ফুরফুর মেজাজে। শ্রেয়স ইডেনে ব্যাট হাতে ২০ বলে ২৫ রান করেছিলেন। ম্যাচের পরেই শ্রেয়স তাসের ম্যাজিক দেখান মহম্মদ সিরাজ, রুতরুাজ গায়কোয়াড় ও কেএল রাহুলদের। শ্রেয়সের ম্যাজিক দেখে রীতিমতো চমকে যান সিরাজ ও বাকিরা। বিসিসিআই সেই ভিডিও সোমবার ট্যুইট করেছে। শ্রেয়স আগেও ম্যাজিক দেখিয়েছেন। তাসের ম্য়াজিকের ওপর তাঁর রয়েছে বিশেষ দক্ষতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ATP: শৌচাগারে ৩ মিনিটের বেশি কাটাতে পারবেন না পুরুষরা!




টিম ইন্ডিয়ার পাখির চোখ এবার লাল বলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া টেস্ট খেলবে ভারত। বিরাট কোহলি (Virat Kohli) আগেই জানিয়ে দিয়েছিলেন যে, তিনি টি-২০ সিরিজের পাশাপাশি প্রথম টেস্টেও খেলবেন না। তাঁর পরিবর্তে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) দলকে নেতৃত্ব দেবেন কানপুরে। তাঁর ডেপুটি চেতেশ্বর পূজারা। টেস্ট টিমেও রয়েছেন শ্রেয়স। কোহলির পরিবর্তে মিডল অর্ডারে শ্রেয়সের কাঁধে বাড়তি দায়িত্ব পড়বে বলেই মনে করা হচ্ছে। টেস্টে কোহলি চারে নামেন। টিম ম্যানেজমেন্ট কোহলির জায়গায় শ্রেয়সকেই ভাবছে বলে টিমের অন্দরমহলের খবর। সেক্ষেত্রে রাহানে নামবেন হয়তো পাঁচে। এরপর ঋদ্ধিমান সাহা বা কেএস ভারত আসবেন ব্যাট করতে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)