ইস্টবেঙ্গলকে টেক্কা মোহনবাগানের! নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে আজীবন সদস্যপদ তুলে দিলেন বাগান কর্তারা
জানুয়ারি মাসে কলকাতায় এলে গ্যালারিতে বসে মোহনবাগানের খেলা দেখবেন বলে জানিয়ে যান অভিজিতবাবু।
নিজস্ব প্রতিবেদন : নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ দিয়ে সম্মান জানালেন মোহনবাগান কর্তারা। বুধবার নোবেলজয়ীর বাড়িতে যান ক্লাবের দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস। তাঁর নাম লেখা সবুজ-মেরুন জার্সিও তুলে নেওয়া হয় অভিজিতবাবুর হাতে। পরিয়ে দেন সবুজ-মেরুন উত্তরীয়। সেই সঙ্গে তুলে দেওয়া হয় ২০১১ সালে ঐতিহাসিক লিগ জয়ের ফার্স্ট ডে কভার । সঙ্গে সোনায় লেখা ইতিহাস- নামে একটি বইও দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদকে।
এদিকে ক্লাবের শতবর্ষে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ দিতে চায় ইস্টবেঙ্গল ক্লাবও। নোবেলজয়ী অর্থনীতিবিদ সময় দিলে ক্লাবে জমকালো অনুষ্ঠান করে সংবর্ধিত করারও ইচ্ছা রয়েছে লাল-হলুদের। কিন্তু তার আগেই মোহনবাগানের আজীবন সদস্যপদ নোবেলজয়ীর হাতে তুলে দিয়ে চমক দিলেন সবুজ-মেরুন কর্তারা।
আরও পড়ুন- চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হন না, ধোনির অবসর প্রসঙ্গে বললেন সৌরভ