চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হন না, ধোনির অবসর প্রসঙ্গে বললেন সৌরভ
তিনি সভাপতি থাকাকালীন প্রত্যেকে যোগ্য সম্মান পাবেন।
নিজস্ব প্রতিবেদন: চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হন না। বোর্ডের দায়িত্ব নিয়ে ধোনির অবসর প্রসঙ্গে এমনটাই জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি সভাপতি থাকাকালীন প্রত্যেকে তাঁর প্রাপ্য সম্মান পাবেন। বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন সৌরভ।
ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত্ কি? বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে বিশ্বকাপজয়ী অধিনায়ক। ঘুরপাক খাচ্ছে মাহির অবসব জল্পনাও। বোর্ড সভাপতির দায়িত্ব নিয়েই সৌরভ অবশ্য পরিষ্কার জানিয়ে দিলেন চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হন না। ধোনি প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে আনলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বাদ পরার পরও ফিরে এসে চার বছর জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে বসে নিজের কামব্যাকের কথাও মনে করিয়ে দেন মহারাজ।
"India is proud to have @msdhoni" - @SGanguly99 #Respect pic.twitter.com/OtqN0a5XKB
— BCCI (@BCCI) October 23, 2019
ধোনি প্রসঙ্গে সৌরভ বলেন, " ধোনির কীর্তি ভারতকে গর্বিত করেছে। একজন চ্যাম্পিয়ন এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে না।" বোর্ড প্রেসিডেন্ট আরও বলেন, " ধোনির সঙ্গে এখনও কোনও কথা হয়নি। আমি তো সবে দায়িত্ব নিলাম। তবে ওর সঙ্গে খুব তাড়াতাড়ি কথা হবে। কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের।" সৌরভের স্পষ্ট বক্তব্য তিনি সভাপতি থাকাকালীন প্রত্যেকে যোগ্য সম্মান পাবেন। সৌরভ বলেন, "আমি যতদিন পদে আছি ততদিন ভারতীয় ক্রিকেটে যাঁদের সম্মান পাওয়ার তাঁরা প্রাপ্য সম্মান পাবেন। সেদিকে আমার নজর থাকবে।"
আরও পড়ুন - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিশ্রুতিতে ধর্মঘট প্রত্যাহার ক্রিকেটারদের, ভারত সফরে আসছেন সাকিবরা
আজই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা। বিশ্বকাপের পর ছুটিতে ছিলেন ধোনি। শোনা যাচ্ছে, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে আবার দলে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি।