জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলছে ভারত। ইতিমধ্যেই সিরিজ ২-০ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। এদিন কেএল রাহুলরা জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে। টস জিতে প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ২৮৯ রান তুলেছে। সৌজন্যে শুভমন গিলের (Shubman Gill) ঝকঝকে সেঞ্চুরি। ৯৭ বলে ১৩০ রানের ইনিংস খেলেছেন গিল। ১৫টি চার ও ১টি ছয়ের সৌজন্যে গিল ১৩৪.০২-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এদিন গিল কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। পঞ্জাবের বছর বাইশের ক্রিকেটার এদিন সেঞ্চুরি করার পথে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিলেন। জিম্বাবোয়ের মাটিতে এখন একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে গিলই ভারতের সর্বোচ্চ রানশিকারি। আজ থেকে ২৪ বছর আগে সচিন বুলাওয়াওতে ১৩০ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। গিল সচিনকে টপকে এদিন লিখলেন নয়া ইতিহাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে নেওয়া যাক জিম্বাবোয়েতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের নজির যাঁদের
১) শুভমান গিল- ৯৭ বলে ১৩০, ২০২২ হারারে
২) সচিন তেন্ডুলকর-  ১৩০ বলে অপরাজিত ১২৭, ১৯৯৮ বুলাওয়াও
৩) আম্বাতি রায়ডু- ১৩৩ বলে অপরাজিত ১২৪, ২০১৫ হারারে
৪) যুবরাজ সিং- ১২৪ বলে ১২০, ২০০৫ হারারে
৫) শিখর ধাওয়ান- ১২৭ বলে ১১৬, ২০১৩ হারারে
৬) বিরাট কোহলি- ১০৮ বলে ১১৫, ২০১৩ হারারে। 



গিল এদিন সেভাবে কারোর থেকেই সমর্থন পাননি। ৪৩ ওভারে ঈশান কিশান রান আউট হয়ে যাওয়ার পর গিল একাই বুঝে নেন জিম্বাবোয়ের বোলারদের। গিলের শট নির্বাচন ও পেস সহায়াক পিচে অসাধারণ ব্যাটিং দেখে থ বাইশ গজ। গিল চলতি বছর ৬টি ওয়ানডে ম্যাচে দেশের হয়ে করে ফেললেন ৪৫০ রান। গত জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গিল ৯৮ রানে অপরাজিত ছিলেন ক্রিজে। পোর্ট অফ স্পেনে বৃষ্টি বাধ না সাধলে এক মাস আগেই গিল কেরিয়ারের প্রথম ওয়ানডে শতরানের স্বাদ পেয়ে যেতেন। গিল চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন অভিষেককারী দল গুজরাত টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছিলেন। এদিন তিনি ফের বুঝিয়ে দিলেন কেন তাঁকে আগামীর তারকা ভাবা হচ্ছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App