IND vs PAK | World Cup 2023: IND vs PAK | World Cup 2023: `শুভমন ৯৯ শতাংশ...!` রোহিতের থেকে চলে এল মেগা আপডেট
Shubman Gill is 99 percent available for Pakistan match says Rohit Sharma: শুভমন গিলকে নিয়েই ভারত দল সাজাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। সুকৌশলে বলেই দিলেন রোহিত শর্মা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) রয়েছে দারুণ ছন্দে। প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্য়াচে আফগানিস্তানকেও হারিয়েছে ভারত। আর কয়েক ঘণ্টা পর 'মাদার অফ অল ব্য়াটল'! কাপযুদ্ধের হেভিওয়েট ম্য়াচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK | World Cup 2023)। পাকিস্তানও দুই ম্য়াচ জিতে নামছে মাঠে। তবে ডেঙ্গির জন্য ভারত প্রথম দুই ম্যাচে পায়নি দলের তারকা ওপেনার শুভমন গিলকে (Shubman Gill)। শোনা যাচ্ছিল যে, মহাযুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) নাকি পঞ্জাবপুত্তর খেলতে পারেন। আর কোনও জল্পনাই থাকল না। রোহিত ম্য়াচের আগের দিন শুভমনকে নিয়ে বিরাট আপডেট দিয়ে দিলেন। কার্যত বলেই দিলেন যে, শুভমনকে নিয়েই ভারতের প্রথম একাদশ।
আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: 'একুশই ফিরবে তেইশে'! ভেঙে যাবে ৭-০ রেকর্ড, হুঙ্কার পাক সেনাপতির
রোহিতকে শুভমন ও দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলনে, 'দেখুন আমরা পিচ ও পরিবেশ বুঝে প্লেয়িং কম্বিনেশন নিয়ে সিদ্ধান্ত নেব। নির্বাচনের জন্য শুভমন গিল ৯৯ শতাংশ উপলব্ধ।'পরিসংখ্যান বলছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারত কখনও হারেনি পাকিস্তানের কাছে। ৪১ বছরের প্রতিদ্বন্দ্বিতায় ভারত এগিয়ে ৭-০ ব্যবধানে। অনেকের মতে মনস্তাত্ত্বিক ভাবে ভারত এগিয়েই। এই প্রসঙ্গে বিশ্বকাপের সর্বাধিক সেঞ্চুরিকারী ক্রিকেটার বলেন, 'আমি মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজে বিশ্বাস করি না। যা অতীতে হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। দুই দলই ফেভারিট হিসেবে শুরু করবে। দু'টি টিমই একই ভাবে ভালো। আমরা ভালো ফল করে মোমেন্টাম ধরে রাখতে চাই। ছন্দ ধরে রাখাই গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা ভালো ছন্দে রয়েছে। ওরা চাপ ভালো সামলেছে। অনেক কিছু শিখেছে। আমরা সবসময় বিশ্বকাপে সব বক্সে টিক দিতে চাই।'
গত বৃহস্পতিবার শুভমন দুপুর এগারোটা নাগাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন সেরেছেন। যে মাঠ তিনি আইপিএলের সৌজন্যে হাতের তালুর মতো চেনেন। গুজরাত টাইটান্সের এটাই ঘরের মাঠ। শুভমান ওয়ার্ম-আপ করেছেন। তারপর শুভমনের জন্য গুজরাত ক্রিকেট অ্য়াসোসিয়েশন হাফ ডজন নেট বোলার ও থ্রোডাউন স্পেশালিস্টের ব্য়বস্থা করে দিয়েছিল। তাঁদেরকে খেলেই শুভম মহাযুদ্ধের জন্য নিজেকে ঝালিয়ে নিয়েছেন। চলতি বছর শুভমনের ব্যাট কথা বলেছে। অসাধারণ ফর্মেই আছেন তিনি। পঞ্চাশ ওভারের ক্রিকেট মাতিয়ে দিয়েছেন তিনি। ২০টি ওয়ানডে ম্যাচে করেছেন ১২৩০ রান। চলতি বছর এই ফরম্যাটে শুভমনই সর্বাধিক রানশিকারি ব্য়াটার। তাঁর গড় ৭২.৩৫। স্ট্রাইকরেট ১০৫.০৩। হাফ ডজন শতরান করা হয়ে গিয়েছে শুভমনের। পাকিস্তানের বিরুদ্ধে শুভমন খেললে, ভারত বাড়তি সুবিধাই পাবে। অন্যদিকে শুভমন চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি-র বিচারে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন। জানুয়ারির পর সেপ্টেম্বরেও শুভমনরাজ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিশান/ শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ/মহম্মদ শামি ও কুলদীপ যাদব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)