জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুধু দেখেছে এক তরফা প্রবল নীল ঝড়! অন্য কোনও রঙের অস্তিত্ব টের পাওয়া যায়নি সেভাবে। আইসিসি-র সদ্য প্রকাশিত ওডিআই ব়্যাঙ্কিংয়েও সেই প্রতিফলনই দেখা গেল। বিশ্বের এক নম্বর ওয়ানডে দল হিসেবে মগডালেই থাকল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। এর পাশাপাশি পাক অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) টপকে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল (Shubman Gill) চলে এলেন এক নম্বরে। অন্য়দিকে ফের এক নম্বর আসন ফিরে পেলেন টিম ইন্ডিয়ার স্টার পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Glenn Maxwell | Cricket World Cup 2023: অজি নক্ষত্রের ধ্বংসলীলা, ভেঙে তছনছ সব রেকর্ড, রইল সম্পূর্ণ তালিকা


শুভমনের ঝুলিতে এখন ৮৩০ রেটিং পয়েন্ট। সেখানে বাবরের ৮২৪ পয়েন্ট। দ্বিতীয় দ্রুততম ব্য়াটার হিসেবে শুভমন, আইসিসি-র ক্রমতালিকায় পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক আঙিনায় বিশ্বের এক নম্বর ব্য়াটার হলেন। শুভমনের লাগল ৪১ ইনিংস। পঞ্জাবের তরুণ ব্য়াটারের চেয়ে তিন ইনিংস কম খেলে এমএস ধোনি হয়েছিলেন বিশ্বের এক নম্বর ব্য়াটার। ফলে ধোনির কাছেই থাকল সেই রেকর্ড। চলতি ক্য়ালেন্ডার বর্ষে ওয়ানডে ফরম্য়াটে, দেশের জার্সিতে, শুভমন রয়েছেন দারুণ ফর্মে। এক বছরে ২০০০ আন্তর্জাতিক ওয়ানডে রান করার পথে তিনি। যা এর আগে কেউ করতে পারেননি।


ব্য়াটারদের মধ্যে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে শুভমন ছাড়াও রয়েছে আরও দুই নাম। চারে বিরাট কোহলি (৭৭০ পয়েন্ট), ছয়ে রোহিত শর্মা (৭৩৯ পয়েন্ট)। বোলারদের মধ্যেও প্রথম দশে সিরাজ ছাড়া রয়েছে আরও তিন নাম। চারে কুলদীপ যাদব (৬৬১ পয়েন্ট)। পাঁচে জসপ্রীত বুমরা (৬৫৪ পয়েন্ট) ও দশে মহম্মদ শামি (৬৩৫ পয়েন্ট)। চলতি বিশ্বকাপে টানা আট ম্য়াচ জিতে ১৬ পয়েন্ট পেয়েছে ভারত। আয়োজক দেশই সবার আগে চলে গিয়েছে বিশ্বকাপের শেষ চারে। আগামী রবিবার ভারত বিশ্বকাপের লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তারপরেই শুরু হয়ে যাবে সেমিফাইনালের লড়াই।


আরও পড়ুন: Angelo Mathews | Time-Out: 'সম্মান তাদেরই করি...' খেলা শেষে মেলানো হয়নি হাত! বোমা ফাটাল শ্রীলঙ্কা



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)