Shubman Gill, ICC ODI Rankings: এক-দু`ধাপ নয়, একেবারে ৪৫ ধাপ এগিয়ে গেলেন গিল!
আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক-দু`ধাপ নয়, একেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে গিল দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে প্রথম সেঞ্চুরির স্বাদও পেয়ে যান। ৯৭ বলে ১৩০ রান করেন গিল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। বছর বাইশের পঞ্জাবের ক্রিকেটার তিন ম্য়াচে ২৪৫ রান করেছিলেন। যাঁর সুবাদে গিল আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক-দু'ধাপ নয়, একেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে গিল দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে প্রথম সেঞ্চুরির স্বাদও পেয়ে যান। ৯৭ বলে ১৩০ রান করেন গিল। ১৫টি চার ও ১টি ছয়ের সৌজন্যে গিল ১৩৪.০২-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ক্রমতালিকায় পাঁচেই রয়ে গিয়েছেন। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেননি তিনি। একই ভাবে ভারতের সব ফরম্যাটের ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma) ছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্রামে। তিনিও তাঁর আসন ধরে রেখেছেন। ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছেন তিনি।
আরও পড়ুন: Asia Cup 2022: আক্রমের মতে বিরাটের থেকেও ভয়ঙ্কর ব্যাটার কে?
যদিও ভারতের অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান জিম্বাবোয়ের বিরুদ্ধে ভাল ফর্মে থেকেও নিজের আসন থেকে সরে এসেছেন। ১১ থেকে ১২ নম্বরে নেমে এসেছেন তিনি। ধাওয়ান তিন ম্যাচ মিলিয়ে মোট ১৫৪ রান করেছিলেন। পাক অধিনায়ক বাবর আজম ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে মগডালেই রয়েছেন। ৮৯০ রেটিং পয়েন্ট তাঁর। দুয়ে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন (৭৮৯)। তিনে দক্ষিণ আফ্রিকারই কুইন্টন ডি কক (৭৮৪)। চারে পাকিস্তানের ইমাম-উল-হক (৭৭৯)। বোলারদের তালিকায় শীর্ষেই আছেন নিউজিল্যান্ডের স্টার পেসার ট্রেন্ট বোল্ট (৭২০)। দুয়ে অজি পেসার জোশ হ্যাজেলউড (৬৭৯)। তিনে আফগানিস্তানের মুজিব উর রহমান (৬৭৬)। চারে ভারতের জসপ্রীত বুমরা (৬৬২) ও পাঁচে শাহিন আফ্রিদি (৬৬১)। পাঁচে পাক পেসার শাহিন শাহ আফ্রিদি (৬৬১)। ঘটনাচক্রে আসন্ন এশিয়া কাপে বুমরা এবং আফ্রিদি কেউই খেলতে পারছেন না চোটের জন্য।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)