জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোখের পলকে আরও একটা বছর পার। নতুন বছরের তৃতীয় দিন থেকেই ভারত মাতছে লাগাতার হোম সিরিজে। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। জন্য টি-২০ সিরিজে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এদিন ওয়াংখেড়েতে টস জিতে (Wankhede Stadium, Mumbai) ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দাসুন শনাকার (Dasun Shanaka) শ্রীলঙ্কা। টসের সময় হার্দিক জানিয়ে দিলেন যে, এদিন ভারতের হয়ে টি-২০ অভিষেক করছেন দুই তরুণ ক্রিকেটার-শুভমান গিল (Shubman Gill) ও শিবম মাভি (Shivam Mavi)। উত্তরপ্রদেশের অলরাউন্ডার শিবম দেশের হয়ে এর আগে কখনই কোনও ফরম্যাটে খেলেননি। তবে তিনি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে পরিচিত মুখ। অন্যদিকে গিল দেশের হয়ে ১৩টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যে। আগামীর তারকা হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন পঞ্জাবের ওপেনার। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টসের সময় হার্দিক বলেন, 'দেশের হয়ে খেলার জন্য় সবসময় রোমাঞ্চিত অনুভব করি। নেতৃত্ব দেওয়া ভীষণ স্পেশ্যাল। নতুন ছেলেদের খেলা দেখার জন্য় মুখিয়ে আছি। ওরা নিজেদের প্রকাশ করুক। আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করতাম। এই মাঠে রান তাড়া করে জেতা যায়। আমরা সাধারণত দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের বিভিন্ন পরিস্থিতিতে পরখ করে দেখতে চাই। আজ গিল ও মাভি অভিষেক করছে। দলে যেই আসবে, তাকে আত্মবিশ্বাস দেওয়া হবে। তবে এদিন অর্শদীপ খেলছে না।' ভারতীয় দলের তারকা পেসার অর্শদীপকে নিয়েই টি-২০ দল করা হয়েছে। তবে বিসিসিআই ম্যাচের আগে জানিয়ে দেয় যে, তিনি খেলার মতো এখনও পুরোপুরি ফিট নন। 


আরও পড়ুন: Jasprit Bumrah | IND vs SL | BIG BREAKING: ভারতীয় দলে বুমরার প্রত্যাবর্তন! জানিয়ে দিল বিসিসিআই



এদিন ভারতীয় দল: হার্দিক পাণ্ডিয়া (ক্যাপ্টেন), শুভমান গিল, ঈশান কিশান (উইকেটককিপার), সূর্যকুমার যাদব (সহঅধিনায়ক), সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল
 
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ দল: হার্দিক পাণ্ডিয়া (ক্যাপ্টেন), ঈশান কিশান (উইকেটককিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহঅধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী,সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি ও মুকেশ কুমার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)